ETV Bharat / state

Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায় - জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত 130 শিশু

গত কয়েকদিনে জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত হয়েছে মোট 130 জন শিশু ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাঁচ সদস্যের একটি দল জলপাইগুড়িতে এসেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে ৷ শিশুদের জ্বরের কারণ জানতে তাদের নমুনা পাঠানো হচ্ছে কলকাতায় ৷

একসঙ্গে 130 শিশুর জ্বর, জলপাইগুড়িতে নমুনা যাচ্ছে কলকাতায়
একসঙ্গে 130 শিশুর জ্বর, জলপাইগুড়িতে নমুনা যাচ্ছে কলকাতায়
author img

By

Published : Sep 14, 2021, 7:14 AM IST

Updated : Sep 18, 2021, 7:45 PM IST

জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর : এক সঙ্গে কীভাবে 130 জন শিশু জ্বরে আক্রান্ত হল তা নিয়ে উদ্বেগে স্বাস্থ্য দফতর । আক্রান্ত শিশুদের দেখতে জলপাইগুড়ি এলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 5 সদস্যের বিশেষজ্ঞ দল । জ্বরের কারণ জানতে দশজন শিশুর সোয়াব ও রক্তের নমুনা পাঠানো হচ্ছে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ৷

একসঙ্গে 130 শিশুর জ্বর, জলপাইগুড়ি থেকে নমুনা যাচ্ছে কলকাতায়

জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে একে একে মোট 130 জন শিশু ভর্তি হয় ৷ সোমবার রাত পর্যন্ত তাদের মধ্যে 22 জন শিশুকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় ৷ সবারই করোনা পরীক্ষা করা হয় ৷ সবারই রিপোর্ট নেগেটিভ পাওয়া যায় ৷ তবে ডেঙ্গু, চিকনগুনিয়া, জাপানি এনসেফেলাইটিসের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পাঁচ সদস্যের একটি দল জলপাইগুড়িতে এসেছেন ৷ জলপাইগুড়ি জেলা হাসপাতালে শিশু বিভাগ ঘুরে দেখেন ওই বিশেষজ্ঞ চিকিৎসকরা । জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন । বিশেষজ্ঞ দলের চিকিৎসক শান্তনু হাজরা, গৌতম দাসরা বলেন, "তরকা জ্বর হয়েছে । ডেঙ্গু, চিকনগুনিয়া বা জাপানি এনসেফেলাইটিস হতে পারে । তবে তাই-ই কি না তা সঠিক জানতে আমরা সোয়াব ও রক্তের নমুনা কলকাতায় পাঠাব । পাশাপাশি মেডিক্যাল কলেজেও পরীক্ষা হবে ।"

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রাহুল ভৌমিক বলেন, "জ্বর নিয়ে 96 জন শিশু ভর্তি রয়েছে । এদিন 22 জনকে ছুটি দেওয়া হয়েছে ৷ শিশুরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে । সুস্থতার হার ভাল ৷"

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত 130 শিশু, চিকিৎসাধীন সদর হাসপাতালে

জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর : এক সঙ্গে কীভাবে 130 জন শিশু জ্বরে আক্রান্ত হল তা নিয়ে উদ্বেগে স্বাস্থ্য দফতর । আক্রান্ত শিশুদের দেখতে জলপাইগুড়ি এলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 5 সদস্যের বিশেষজ্ঞ দল । জ্বরের কারণ জানতে দশজন শিশুর সোয়াব ও রক্তের নমুনা পাঠানো হচ্ছে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ৷

একসঙ্গে 130 শিশুর জ্বর, জলপাইগুড়ি থেকে নমুনা যাচ্ছে কলকাতায়

জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে একে একে মোট 130 জন শিশু ভর্তি হয় ৷ সোমবার রাত পর্যন্ত তাদের মধ্যে 22 জন শিশুকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় ৷ সবারই করোনা পরীক্ষা করা হয় ৷ সবারই রিপোর্ট নেগেটিভ পাওয়া যায় ৷ তবে ডেঙ্গু, চিকনগুনিয়া, জাপানি এনসেফেলাইটিসের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পাঁচ সদস্যের একটি দল জলপাইগুড়িতে এসেছেন ৷ জলপাইগুড়ি জেলা হাসপাতালে শিশু বিভাগ ঘুরে দেখেন ওই বিশেষজ্ঞ চিকিৎসকরা । জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন । বিশেষজ্ঞ দলের চিকিৎসক শান্তনু হাজরা, গৌতম দাসরা বলেন, "তরকা জ্বর হয়েছে । ডেঙ্গু, চিকনগুনিয়া বা জাপানি এনসেফেলাইটিস হতে পারে । তবে তাই-ই কি না তা সঠিক জানতে আমরা সোয়াব ও রক্তের নমুনা কলকাতায় পাঠাব । পাশাপাশি মেডিক্যাল কলেজেও পরীক্ষা হবে ।"

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রাহুল ভৌমিক বলেন, "জ্বর নিয়ে 96 জন শিশু ভর্তি রয়েছে । এদিন 22 জনকে ছুটি দেওয়া হয়েছে ৷ শিশুরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে । সুস্থতার হার ভাল ৷"

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত 130 শিশু, চিকিৎসাধীন সদর হাসপাতালে

Last Updated : Sep 18, 2021, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.