জলপাইগুড়ি, 14 ফেব্রুয়ারি : স্কুল শিক্ষক ও প্রাইভেট টিউটরদের দ্বন্দ্বে পড়ে চরম অস্বস্তিতে ময়নাগুড়ির পড়ুয়ারা৷ অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের পড়াশুনা লাটে উঠেছে৷ তাই, স্কুলের শিক্ষকদের কাছে টিউশন পড়ার দাবিতে আজ পথে নামে পড়ুয়া ও অভিভাবকরা৷
ঘটনার সূত্রপাত সরকারি স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে প্রাইভেট টিউটরদের আন্দোলনের মাধ্যমে৷ এবার একপ্রকার সেই প্রাইভেট টিউটরদের বিরুদ্ধে আন্দোলন নামল ছাত্রছাত্রী ও অভিভাবকরা । প্রাইভেট টিউটরদের দাবির বিরুদ্ধে গিয়ে সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করতে দেওয়া হোক, এই দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
আজ ময়নাগুড়ি শহরের সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করতে দেওয়ার দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিছিল করে ময়নাগুড়ি ট্র্যাফিক মোড়ে জমায়েত করে ৷ সেখানে পথ অবরোধ করে তারা । অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে আসেন ময়নাগুড়ির BDO ফিন্টোস শেরপা। BDO সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
বেশ কিছুদিন ধরে সরকারি স্কুলের শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে আন্দোলনে শুরু করেছেন প্রাইভেট টিউটরদের সংগঠন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির জলপাইগুড়ি শাখার সদস্যরা। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখান তাঁরা। প্রাইভেট টিউটরদের অভিযোগ, সরকারি স্কুলের শিক্ষকরা সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি ভাবে গৃহশিক্ষকতা করে চলেছেন। বার বার শিক্ষা দপ্তরকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি।
যদিও জনৈক অভিভাবক সুমিত সাহা বললেন, "ছাত্রছাত্রীদের স্কুলের শিক্ষকরা আর পড়াচ্ছেন না। ফলে ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন। আমরা চাই স্কুলের শিক্ষকরা গৃহশিক্ষকতা করুক৷ তাই আন্দোলনে নেমেছি। "
ময়নাগুড়ির BDO ফিন্টোস শেরপা বলেন, "রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে আসি। আগামীকাল ছাত্রছাত্রী, অভিভাবক ও প্রাইভেট টিউটরদের নিয়ে বৈঠকে বসব।"
প্রাইভেট টিউটরদের সংগঠন অবশ্য নিজেদের দাবি থেকে সরতে নারাজ৷ সংগঠনের জেলা সভাপতি বিজয়কৃষ্ণ রায় বলেন, "অনেকদিন থেকে আন্দোলন করছি৷ কিন্তু সরকারি স্কুলের শিক্ষক যাঁরা বেআইনিভাবে গৃহশিক্ষকতা করছেন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সরকার৷ " বিজয়বাবুর প্রশ্ন, "সরকারি শিক্ষকরা সরকারের কাছ থেকে মাইনে নিয়ে কেন বাড়িতে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতা করবেন? এতে বেকার শিক্ষিত যুবকেরা প্রাইভেট টিউশন করার সুযোগ হারাচ্ছেন। " এভাবে যদি চলতে থাকে, তবে সরকারি শিক্ষকদের বিরুদ্ধে সরকারি স্কুলের গৃহ শিক্ষকদের বিরুদ্ধে আদালতের দারস্থ হবেন বলে হুমকি দেন প্রাইভেট টিউটরদের সংগঠনের আঞ্চলিক সভাপতি বিজয়কৃষ্ণ রায়৷