জলপাইগুড়ি, 12 মার্চ : পুলিশ সুপারের সঙ্গে মতানৈক্যের জল্পনা । চাকরি থেকে ইস্তফা দিলেন জলপাইগুড়ির ডিএসপি হেডকোয়ার্টার । বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ আধিকারিকের ইস্তফার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশমহলে । যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার ।
পুলিশ সুত্রে খবর, জলপাইগুড়ির ডিএসপি হেডকোয়ার্টার সমীর কুমার পাল গতকাল ইস্তফা দিয়েছেন । সমীর কুমার পালের ইস্তফা দেওয়ার পরেই জল্পনা শুরু হয়েছে, পুলিশ সুপারের সঙ্গে মতানৈক্যে ইস্তফা দিয়েছেন ডিএসপি ৷ এই বিষয়ে সমীর কুমার পালের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হল জানান, তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন । সমীরবাবুর কথায়, আমি 34 বছর ধরে চাকরি করছি । কিন্তু বর্তমানে কিছু বিষয়ে সমস্যা হচ্ছে, তাই আমি ইস্তফা দিয়েছি । কিন্তু কার সঙ্গে, কী নিয়ে সমস্যা, সেই বিষয়ে খোলাখুলি কোনও মন্তব্য করতে চাননি তিনি ।
আরও পড়ুন :জলপাইগুড়িতেও তৃণমূলের ভাঙন, পদত্য়াগ সাধারণ সম্পাদকের
সমীর কুমার পালের ইস্তফা নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার প্রদীপ যাদবের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি । দফতরে গিয়েও পুলিশ সুপারের সঙ্গে দেখা হয়নি ৷ সুপারের হোয়াটসঅ্যাপ ও টেক্সট মেসেজ করা হলেও তিনি উত্তর দেননি ।
এই বিষয়ে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি জানান, আমিও শুনেছি ডিএসপি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন । এই বিষয়ে আমার কিছু বলার নেই । যা বলার পুলিশ সুপার বলবেন ।