জলপাইগুড়ি, 26 মার্চ : অবশেষে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায়ের ইস্তফাপত্র গৃহীত হল। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু, রাজ্য সরকার তাঁর ইস্তফা মঞ্জুর না করায় ওই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থী দিয়েছিল BJP।
জলপাইগুড়ি আসনে BJP প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জয়ন্ত রায়। চিকিৎসক পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে রাজ্য সরকার তাঁর ইস্তফাপত্র প্রথমে গ্রহণ করেনি। স্ক্রুটিনিতে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। তাই ফের মনোনয়ন দেওয়ার পথে হাঁটে BJP। আজ মনোনয়ন জমা দেন BJP-র উত্তরবঙ্গের সহকারী আহ্বায়ক দ্বিপেন প্রামাণিক।
তবে শেষ পর্যন্ত জয়ন্ত রায়ের ইস্তফাপত্র গৃহীত হয়। তিনি বলেন, "আমি সবসময় পজ়িটিভ ছিলাম। আমি জানতাম আমার ইস্তফা গ্রহণ করা হবে। গতকাল আমি শুনেছিলাম আমার মনোনয়পত্র নাকি বাতিল হয়ে যাবে। তবুও আমি পজ়িটিভ ছিলাম।"
এই সংক্রান্ত খবর :ইস্তফা মঞ্জুর করেনি রাজ্য, দ্বিতীয় প্রার্থী পেশ BJP-র