ETV Bharat / state

জয়ন্ত রায়ের ইস্তফা মঞ্জুর রাজ্যের, স্বস্তি BJP-তে

অবশেষে গৃহীত হল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায়ের ইস্তফাপত্র।

জয়ন্ত রায়
author img

By

Published : Mar 26, 2019, 8:37 PM IST

জলপাইগুড়ি, 26 মার্চ : অবশেষে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায়ের ইস্তফাপত্র গৃহীত হল। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু, রাজ্য সরকার তাঁর ইস্তফা মঞ্জুর না করায় ওই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থী দিয়েছিল BJP।

জলপাইগুড়ি আসনে BJP প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জয়ন্ত রায়। চিকিৎসক পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে রাজ্য সরকার তাঁর ইস্তফাপত্র প্রথমে গ্রহণ করেনি। স্ক্রুটিনিতে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। তাই ফের মনোনয়ন দেওয়ার পথে হাঁটে BJP। আজ মনোনয়ন জমা দেন BJP-র উত্তরবঙ্গের সহকারী আহ্বায়ক দ্বিপেন প্রামাণিক।

jalpaiguri
খুশির হাওয়া

তবে শেষ পর্যন্ত জয়ন্ত রায়ের ইস্তফাপত্র গৃহীত হয়। তিনি বলেন, "আমি সবসময় পজ়িটিভ ছিলাম। আমি জানতাম আমার ইস্তফা গ্রহণ করা হবে। গতকাল আমি শুনেছিলাম আমার মনোনয়পত্র নাকি বাতিল হয়ে যাবে। তবুও আমি পজ়িটিভ ছিলাম।"

ভিডিয়ো শুনুন জয়ন্ত রায়ের বক্তব্য

এই সংক্রান্ত খবর :ইস্তফা মঞ্জুর করেনি রাজ্য, দ্বিতীয় প্রার্থী পেশ BJP-র

জলপাইগুড়ি, 26 মার্চ : অবশেষে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায়ের ইস্তফাপত্র গৃহীত হল। তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু, রাজ্য সরকার তাঁর ইস্তফা মঞ্জুর না করায় ওই কেন্দ্রে দ্বিতীয় প্রার্থী দিয়েছিল BJP।

জলপাইগুড়ি আসনে BJP প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জয়ন্ত রায়। চিকিৎসক পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে রাজ্য সরকার তাঁর ইস্তফাপত্র প্রথমে গ্রহণ করেনি। স্ক্রুটিনিতে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। তাই ফের মনোনয়ন দেওয়ার পথে হাঁটে BJP। আজ মনোনয়ন জমা দেন BJP-র উত্তরবঙ্গের সহকারী আহ্বায়ক দ্বিপেন প্রামাণিক।

jalpaiguri
খুশির হাওয়া

তবে শেষ পর্যন্ত জয়ন্ত রায়ের ইস্তফাপত্র গৃহীত হয়। তিনি বলেন, "আমি সবসময় পজ়িটিভ ছিলাম। আমি জানতাম আমার ইস্তফা গ্রহণ করা হবে। গতকাল আমি শুনেছিলাম আমার মনোনয়পত্র নাকি বাতিল হয়ে যাবে। তবুও আমি পজ়িটিভ ছিলাম।"

ভিডিয়ো শুনুন জয়ন্ত রায়ের বক্তব্য

এই সংক্রান্ত খবর :ইস্তফা মঞ্জুর করেনি রাজ্য, দ্বিতীয় প্রার্থী পেশ BJP-র

Intro:জলপাইগুড়িঃঃ অবশেষে হাসি হাসল জেলা বিজেপি।মনোনয়ন হয়ে গেলেও বিজেপি প্রার্থীর ইস্তাফা পত্র গ্রহন না করায় প্রার্থীপদ কার্যত বাতিল হতে যাচ্ছিল।বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে এই আশঙ্কা থেকে আজ বিজেপির পক্ষ থেকে আজ দ্বিপেন প্রামানিককে দিয়ে ড্যামি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয় বিজেপি।আজ বিকেলে ৫ঃ১৮ মিনিটে কয়েকজন বিজেপি প্রার্থী আনন্দে উচ্ছসিত হয়ে লাফাতে থাকেন। দেখা যায় হাতে ডাঃ জয়ন্ত রায়ের ইস্তফা পত্র মঞ্জুর করেছে রাজ্য সরকার।সাথে সাথেই দৌড়ে জেলাশাসকের দপ্তরের ঢোকেন বিজেপি প্রার্থী  মেডিকেল কলেজের ডাক্তার ডাঃ জয়ন্ত রায় । এদিন তিনি নমিনেশন সেলে গিয়ে ডাক্তারের চাকরি থেকে ইস্তফার মঞ্জুর হবার কাগজ জমা করেন।শেষে জয়ন্ত রায় বলেন আমি সব সময় পজিটিভ আমার বিশ্বাস ছিল আমার ইস্তফা গ্রহন করা হবে।গতকাল যখন শুনলাম আমার প্রার্থী পদ বাতিল হয়ে যাবে। আমি তাও পজিটিভ ছিলাম।আজ জমা দিলাম এখন মনোনয়ন থাকে কিনা তা সময় বলবে।এদিন প্রার্থীকে ফুল দিয়ে স্বাগত জানান দলের কর্মিরা।তবে প্রার্থীর ইস্তফা পত্র মঞ্জুর হবার ফলে বিজেপি কর্মিরা অবশেষে দির্ঘ নঃশ্বাস ফেলেছে বলা যেতেই পারে। 


Body:WB_JAL_27MAR_BJP_NOMINATION_BYTE_JAYANTA_ROY_ABHIJIT_7203427_SD


Conclusion:WB_JAL_27MAR_BJP_NOMINATION_BYTE_JAYANTA_ROY_ABHIJIT_7203427_SD

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.