ETV Bharat / state

জলপাইগুড়িতে ন্যায্যমূল্যে ওষুধের হোম ডেলিভারি - will deliver medicines home to home

ভারতীয় রেড ক্রস সোসাইটির সহ-সভাপতি তথা জলপাইগুড়ির সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "জলপাইগুড়ির মানুষের চাহিদা মেনে ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলা হবে । তা ছাড়া যাদের নিয়মিত ওষুধের প্রয়োজন তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি । তাদেরও ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করব আমরা ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 21, 2020, 11:26 PM IST

Updated : Jan 22, 2020, 5:42 AM IST

জলপাইগুড়ি, 21 জানুয়ারি : সারা বছর যাদের ওষুধের দরকার তাদের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছে ভারতীয় রেড ক্রস সোসাইটি । জলপাইগুড়িতে ন্যায্যমূল্যে ওষুধের দোকানের চাহিদার কথা মাথায় রেখে এবার সেই ধরনের দোকান খুলতে চলেছে তারা । 26 জানুয়ারি শহরের কেরানি পাড়ায় ওই দোকান খুলতে চলেছে রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি শাখা ।

ভারতীয় রেড ক্রস সোসাইটির সহ-সভাপতি তথা জলপাইগুড়ির সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "জলপাইগুড়ির মানুষের চাহিদা মেনে ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলা হবে । তা ছাড়া যাদের নিয়মিত ওষুধের প্রয়োজন তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি । তাদেরও ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করব আমরা ।

সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "আমরা এই কাজের জন্য 8 লাখ 54 হাজার টাকা বিধায়ক তহবিল থেকে পেয়েছি । বিধায়ক খগেশ্বর রায় টাকা দিয়েছেন । "

জলপাইগুড়ি, 21 জানুয়ারি : সারা বছর যাদের ওষুধের দরকার তাদের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছে ভারতীয় রেড ক্রস সোসাইটি । জলপাইগুড়িতে ন্যায্যমূল্যে ওষুধের দোকানের চাহিদার কথা মাথায় রেখে এবার সেই ধরনের দোকান খুলতে চলেছে তারা । 26 জানুয়ারি শহরের কেরানি পাড়ায় ওই দোকান খুলতে চলেছে রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি শাখা ।

ভারতীয় রেড ক্রস সোসাইটির সহ-সভাপতি তথা জলপাইগুড়ির সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "জলপাইগুড়ির মানুষের চাহিদা মেনে ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলা হবে । তা ছাড়া যাদের নিয়মিত ওষুধের প্রয়োজন তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি । তাদেরও ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করব আমরা ।

সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "আমরা এই কাজের জন্য 8 লাখ 54 হাজার টাকা বিধায়ক তহবিল থেকে পেয়েছি । বিধায়ক খগেশ্বর রায় টাকা দিয়েছেন । "

Intro:জলপাইগুড়িঃঃ সারা বছর যাদের ওষুদের দরকার তাদের বাড়িতে ওষুধ পৌছে দেবে ভারতীয় রেড ক্রস সোসাইটি।জলপাইগুড়িতে ন্যায্যমুল্যে ওষুধের দোকানের অনেক চাহিদা সেই দিক থেকে মাথায় রেখে এবার ন্যায্যমুল্যের ওষুধের দোকান খুলতে চলেছে। আগামি ২৬ জানুয়ারি জলপাইগুড়ি কেরানী পাড়ায় এই ওষুধের দোকান খুলতে চলেছে রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি শাখা।Body:ভারতীয় রেড ক্রস সোসাইটির সহ সভাপতি তথা জলপাইগুড়ির সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস বলেন জলপাইগুড়ির মানুষের চাহিদা অনুযায়ী আমরা আগামি ২৬ জানুয়ারী কেরানীপাড়াতে ন্যায্য মুল্যের ওষুধের দোকান খুলব।এবং যাদের প্রতিদিন ওষুধের প্রয়োজন তাদের জন্য আমরা হোন ডেলিভারির ব্যবস্থা করছি। তাদের কাছ থেকেও ন্যা্য্য মুল্য আমরা নেব। আমরা কোন প্রফিট রাখছি না ওষুধ বিক্রি করে।এমনকি যারা ওষুধের লহরচ বহন করতে পারেন না তাদেরকেও সাহায্য করা হবে বলে জানান SDO সদরConclusion:সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস বলেন আমরা ৮ লক্ষ ৫৪ হাজার
টাকা বিধায়ক তহবিল থেকে পেয়েছি।বিধায়ক খগেশ্বর রায় টাকা দিয়েছেন। মাসকালাই বাড়িতে একটি রেড ক্রস সোসাইটির ভবন হবে। ভবনের জন্য টেন্ডার ডাকা হয়েছে।
Last Updated : Jan 22, 2020, 5:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.