ETV Bharat / state

Red Beacon Controversy : আইন ভেঙে পরেশের গাড়িতে লালবাতি, অভিযোগ অস্বীকার মন্ত্রীর - অভিযোগ অস্বীকার মন্ত্রীর

মন্ত্রীদের গাড়িতে লালবাতি থাকবে না, 2017 সালে নির্দেশিকা জারি করে কেন্দ্র ৷ সেই আইন মানছেন না বলে অভিযোগ রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধে ৷

s
s
author img

By

Published : Aug 16, 2021, 5:28 PM IST

জলপাইগুড়ি, 16 অগস্ট : লালবাতি লাগানো সরকারি গাড়িতে ঘোরার অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর (Paresh Chandra Adhikary) বিরুদ্ধে। অভিযোগ, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের গাড়িতে লালবাতি ফ্ল্যাসার লাগিয়ে ঘুরছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেন পরেশবাবু ৷

কেন্দ্রীয় সরকার 2017 সালে একটি নির্দেশিকা জারি করে ৷ যেখানে বলা হয়, রাজ্যের মন্ত্রীরা কেউ লালবাতি ব্যবহার করতে পারবেন না । সেই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ৷ উল্টে প্রশ্ন করেন, "আমার গাড়িতে লালবাতি কি জ্বালানো ছিল ?" ফ্ল্যাসার জ্বলছিল বলায় মন্ত্রী বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী লালবাতি জ্বালানো হয় না গাড়িতে ৷

আরও পড়ুন: খবর প্রকাশের পরই নিজের গাড়ির লালবাতি ঢাকলেন অনুব্রত

এই বিষয়ে বিজেপির রাজ্যের সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গ তো অঙ্গ রাজ্য নয় ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মুখেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যখন টাকার দরকার তখন কেন্দ্রীয় সরকারের কাছে যান । কেন্দ্রের আইন মানা হয় না । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবেই ঘোষণা করেছেন, কোনও মন্ত্রী লালবাতি ব্যবহার করবেন না। সারা দেশে কোথাও লালবাতির চল নেই । কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন রাষ্ট্রমন্ত্রী, ফোঁড়ে নেতারাও লালবাতি লাগাচ্ছেন ৷"

জলপাইগুড়ি, 16 অগস্ট : লালবাতি লাগানো সরকারি গাড়িতে ঘোরার অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর (Paresh Chandra Adhikary) বিরুদ্ধে। অভিযোগ, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের গাড়িতে লালবাতি ফ্ল্যাসার লাগিয়ে ঘুরছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেন পরেশবাবু ৷

কেন্দ্রীয় সরকার 2017 সালে একটি নির্দেশিকা জারি করে ৷ যেখানে বলা হয়, রাজ্যের মন্ত্রীরা কেউ লালবাতি ব্যবহার করতে পারবেন না । সেই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ৷ উল্টে প্রশ্ন করেন, "আমার গাড়িতে লালবাতি কি জ্বালানো ছিল ?" ফ্ল্যাসার জ্বলছিল বলায় মন্ত্রী বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী লালবাতি জ্বালানো হয় না গাড়িতে ৷

আরও পড়ুন: খবর প্রকাশের পরই নিজের গাড়ির লালবাতি ঢাকলেন অনুব্রত

এই বিষয়ে বিজেপির রাজ্যের সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গ তো অঙ্গ রাজ্য নয় ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মুখেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যখন টাকার দরকার তখন কেন্দ্রীয় সরকারের কাছে যান । কেন্দ্রের আইন মানা হয় না । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবেই ঘোষণা করেছেন, কোনও মন্ত্রী লালবাতি ব্যবহার করবেন না। সারা দেশে কোথাও লালবাতির চল নেই । কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন রাষ্ট্রমন্ত্রী, ফোঁড়ে নেতারাও লালবাতি লাগাচ্ছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.