ধূপগুড়ি, 11 সেপ্টেম্বর: উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িবাসীকে কথা দিয়েদিলেন এখানে তৃণমূল জিতলে ধূপগুড়ি ঘোষণা করবে রাজ্য সরকার ৷ সম্প্রতি ধূপগুড়ি উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৷ জিতেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ বিজেপির থেকে এই আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ রাজনৈতিক মহল মনে করছে, এবার ধূপগুড়িতে তৃণমূলের জয়ের পিছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে অভিষেকের সেই মহকুমা তৈরির প্রতিশ্রুতি ৷ অভিষেকের দেওয়া কথা রেখে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে ধূপগুড়িকে মহকুমা করার ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি এলাকাবাসী ৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যেহেতু আমরা ভোটের আগে বলেছিলাম ধূপগুড়ি মহকুমা হবে । ধূপগুড়ি বানারহাটের কিছু অংশ নিয়ে ধূপগুড়ি মহকুমা হচ্ছে । ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছে । আমি বিদেশ সফর থেকে ফিরে বাকিটা করে দেব । বানারহাটের কিছু অংশ, ধূপগুড়ি শহর-সহ গ্রামীণ এলাকা নিয়ে ধূপগুড়ি মহকুমা হচ্ছে ।" এই প্রসঙ্গে সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায় বলেন, "আমরা ইস্তাহারে যা বলেছিলাম, তাই হয়েছে ৷ তৃণমূল যা বলে তাই করে ৷"
আরও পড়ুন: প্রতিশ্রুতি রাখলেন মমতা, ধূপগুড়ি হচ্ছে আলাদা মহকুমা
অন্যদিকে সিপিএম নেতা জয়ন্ত মজুমদার বলেন, "মহকুমার দাবি 2011 সালেই করেছিল ডিওয়াইএফআই ৷ তাই এই ঘোষণা একটা জয় ৷" অন্যদিকে, ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের যুগ্ম আহ্বায়ক জয় বসাক জানান, দীর্ঘ 10 বছরের আন্দোলন ও এখানকার মানুষের দাবি মান্যতা পেয়েছে ৷ তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ৷ এই ঘোষণায় খুশি ধূপগুড়িবাসীও ৷ তাঁদের মতে, এর ফলে এলাকার রাস্তাঘাট, হাসপাতাল, আদালত ইত্যাদির উন্নতি হবে ৷ উন্নয়ন হবে এলাকার ৷ ভোটে জিতে তৃণমূল কথা রাখায় খুশি এলাকাবাসী ৷ তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ৷ আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করার কথা ধূপগুড়ি মহকুমার ৷