শিলিগুড়ি, 22 মে: দীর্ঘদিন ধরেই জরায়ুতে বিরাট আকারে টিউমার নিয়ে দিন কাটছিল গৃহবধূর। অনেক জায়গায় দেখিয়েও কাজ হয়নি। অবশেষে অস্ত্রোপচার করে জরায়ু থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের টিউমার বের করে নজির গড়লেন শিলিগুড়ির চিকিৎসকরা। রবিবার চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে স্বভাবতই খুশি পরিবারের সদস্যরা ।
শিলিগুড়িরর মহাকালপল্লী বিদ্যাচক্র কলোনির বাসিন্দা অসিত সাহার স্ত্রী বর্ণালী সাহা। বয়স 33 বছর। 2019 সাল থেকে তিনি অসুস্থ ছিলেন। বিভিন্ন চিকিৎসক দেখিয়ে জানতে পারেন জরায়ুতে একটি টিউমার রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, চার বছর ধরে সেই টিউমার নিয়েই দিনযাপন করেছেন বর্ণালী । টিউমার অপারেশনের ব্যবস্থা হয়নি। বর্ণালীর স্বামী অসিত পেশায় একজন ছোট ব্যবসায়ী। কোথাও সমস্যার সমাধান না পেয়ে অবশেষে স্বামী অসিত সাহা যোগাযোগ করেন শিলিগুড়ি আশ্রমপাড়ার এক বেসরকারি হাসপাতালের কর্ণধার-চিকিৎসক একে মাঝির সঙ্গে।
সমস্যা শুনে চিকিৎসক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। জরায়ুতে বিশালাকৃতির টিউমার দেখে তিনিও অবাক হয়ে যান। অসুস্থ বর্ণালীকে সুস্থ করে তুলতে চিকিৎসক এক চ্যালেঞ্জিং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরিবারের মতামত নিয়ে রবিবার সকাল থেকে শুরু হয় অস্ত্রোপচার। একে মাঝির নেতৃত্বে বিশাল আকারের প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের টিউমারটি ইউট্রাস্ট বা জরায়ু থেকে আলাদা করে বের করা সম্ভবপর হয়। শুধু তাই নয়, আগামী দিনে বর্ণালীর সন্তান গ্রহণেও কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে চিকিৎসক একে মাঝি ।
তিনি বলেন, "রোগী এখনও মা হননি বলে জরায়ু রেখে অস্ত্রোপচার করাটা আমাদের কাছে বেশ ঝুঁকির ছিল । অবশেষে তা সফল হয়েছে । আগামিদিনে রোগীর মা হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না । রোগীকে বাঁচাতে পেরে ভালো লাগছে। নিজের জীবনের অন্যতম সেরা অস্ত্রোপচার করেছি।" এদিনের সফল অপারেশনের টিমে অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন, অরিত্র মাঝি। সঙ্গে সহযোগিতায় ছিলেন, শ্রীময়ী কুন্ডু, গৌতম দাশগুপ্ত-সহ অন্যান্য টেকনিশিয়ানরা। এই সফল অপারেশনে রোগীর পরিবার খুশি।
আরও পড়ুন: মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালে প্রথম জটিল অস্ত্রোপচার, সুস্থ রোগী