ETV Bharat / state

Rare Surgery: বিরল অস্ত্রোপচার, 2 বছরের শিশুর শ্বাসনালীতে আটকে থাকা হাড় বের করলেন চিকিৎসকরা

বিরল অস্ত্রোপচারে শিশুর শ্বাসনালী থেকে বের করা হল মাংসের হাড় (Rare Surgery) ৷ বিরল চিকিৎসা সম্ভব হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকদের জন্য ৷

Rare Surgery
শ্বাসনালীতে আটকে থাকা হাড় বের করলেন চিকিৎসকরা
author img

By

Published : Dec 2, 2022, 1:47 PM IST

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: ফের বিরল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর প্রাণ বাঁচিয়ে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Rare Surgery) । 2 বছরের শিশুর শ্বাসনালীতে আটকে থাকা মাংসের হাড় অস্ত্রোপচারের মাধ্যমে বের করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College and Hospital) ইএনটি বিভাগের চিকিৎসকেরা ।

জানা গিয়েছে, গত বুধবার দুপুরে মাংস-ভাত খাওয়ার সময় আলিপুরদুয়ার জেলার চামুর্চির বাসিন্দা আসমা বেগমের দুই বছরের শিশুর গলায় ওই মাংসের হাড় আটকে যায় । ওই শিশুটির শ্বাসনালীতে আটকে গিয়েছিল ওই হাড় । শিশুটিকে মালবাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এদিন রাত 10টা নাগাদ তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় । জরুরি বিভাগে দেখানোর পরেই চটজলদি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা । তখন থেকেই প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি ।

শ্বাসনালীতে আটকে থাকা হাড় বের করলেন চিকিৎসকরা

আরও পড়ুন: 10 বছর পর বিরল টিউমার থেকে রেহাই, জটিল অস্ত্রোপচারে সাফল্য মেদিনীপুর হাসপাতালের

অবশেষে মেডিক্যালের চিকিৎসকদের চেষ্টায় প্রাণ বাঁচল শিশুর । ইএনটি বিভাগের প্রধান রাধেশ্যাম মাহাতো, অ্যানাস্থেসিওলজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সুশান্ত সরকারের নেতৃত্বে 10-12 জন চিকিৎসকের একটি বিশেষ দল অস্ত্রোপচার করা হয় ৷ পরে শিশুটির গলা থেকে মাংসের হাড় বের করতে সক্ষম হন তাঁরা । বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি । মেডিক্যাল কলেজের চিকিৎসকদের পরিষেবায় খুশি পরিবারের লোকজন । শুক্রবার শিশুটিকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো বলেন, "আমাদের কাছে শিশুটিকে নিয়ে আসার পরেই আমরা তাঁকে দেখে দ্রুত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিই । পরে প্রায় একঘণ্টার অস্ত্রোপচারের পর তাঁকে সুস্থ করা সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন: বোলপুরে বিরল অস্ত্রোপচার, পেট থেকে বেরোল 100 গ্রাম প্লাস্টিক, 3 ফুটের ফ্লুয়েড পাইপ

শিলিগুড়ি, 2 ডিসেম্বর: ফের বিরল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর প্রাণ বাঁচিয়ে নজির গড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Rare Surgery) । 2 বছরের শিশুর শ্বাসনালীতে আটকে থাকা মাংসের হাড় অস্ত্রোপচারের মাধ্যমে বের করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College and Hospital) ইএনটি বিভাগের চিকিৎসকেরা ।

জানা গিয়েছে, গত বুধবার দুপুরে মাংস-ভাত খাওয়ার সময় আলিপুরদুয়ার জেলার চামুর্চির বাসিন্দা আসমা বেগমের দুই বছরের শিশুর গলায় ওই মাংসের হাড় আটকে যায় । ওই শিশুটির শ্বাসনালীতে আটকে গিয়েছিল ওই হাড় । শিশুটিকে মালবাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এদিন রাত 10টা নাগাদ তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় । জরুরি বিভাগে দেখানোর পরেই চটজলদি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা । তখন থেকেই প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি ।

শ্বাসনালীতে আটকে থাকা হাড় বের করলেন চিকিৎসকরা

আরও পড়ুন: 10 বছর পর বিরল টিউমার থেকে রেহাই, জটিল অস্ত্রোপচারে সাফল্য মেদিনীপুর হাসপাতালের

অবশেষে মেডিক্যালের চিকিৎসকদের চেষ্টায় প্রাণ বাঁচল শিশুর । ইএনটি বিভাগের প্রধান রাধেশ্যাম মাহাতো, অ্যানাস্থেসিওলজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সুশান্ত সরকারের নেতৃত্বে 10-12 জন চিকিৎসকের একটি বিশেষ দল অস্ত্রোপচার করা হয় ৷ পরে শিশুটির গলা থেকে মাংসের হাড় বের করতে সক্ষম হন তাঁরা । বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি । মেডিক্যাল কলেজের চিকিৎসকদের পরিষেবায় খুশি পরিবারের লোকজন । শুক্রবার শিশুটিকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো বলেন, "আমাদের কাছে শিশুটিকে নিয়ে আসার পরেই আমরা তাঁকে দেখে দ্রুত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিই । পরে প্রায় একঘণ্টার অস্ত্রোপচারের পর তাঁকে সুস্থ করা সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন: বোলপুরে বিরল অস্ত্রোপচার, পেট থেকে বেরোল 100 গ্রাম প্লাস্টিক, 3 ফুটের ফ্লুয়েড পাইপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.