ETV Bharat / state

Covid-19: করোনা সচেতনতায় পদযাত্রা জলপাইগুড়ি পুলিশের - বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

করোনা নিয়ে জলপাইগুড়ির বাসিন্দাদের সচেতন করতে বিশেষ পদযাত্রার আয়োজন ৷ জেলা পুলিশ সুপারের নেতৃত্ব সাধারণ মানুষকে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন করা হয় ৷

Rally Organised by Jalpaiguri Police for Covid Awarness
করোনা সচেতনতায় পদযাত্রা জলপাইগুড়ি পুলিশের
author img

By

Published : Oct 24, 2021, 4:43 PM IST

জলপাইগুড়ি, 24 অক্টোবর : ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ আর এই পরিস্থিতিতে মাস্ক ছাড়াই ঘুরছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা ৷ আর তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতায় এদিন জলপাইগুড়ি শহরে প্রচারে নামলেন পুলিশ সুপার ৷ জলপাইগুড়ি শহরে সচেতনতা মিছিলে হাঁটলেন তিনি ৷ পাশাপাশি মাস্কবিহীন মানুষদের মাস্ক বিলি করতেও দেখা গেল পুলিশ সুপারকে ৷ সেইসঙ্গে জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচারও করা হয় ৷

এদিন জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয় ৷ ওই পদযাত্রাটি বেগুনটারি মোড় হয়ে গোটা শহর পরিক্রমা করে ৷ পদযাত্রায় অংশ নিয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘আমরা জেলাজুড়েই করোনা নিয়ে সচেতনতা গড়ে তুলছি ৷ যাঁরা মাস্ক পড়ছেন না, তাঁদের মাস্ক পড়ার কথা বলা হচ্ছে ৷ আমরা চাই সবাই সচেতন হোন ৷ এর পরও যদি সাধারণ মানুষ সচেতন না হন, মাস্ক না পরেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব ৷ প্রয়োজনে অভিযোগ দায়ের করব ৷’’

আরও পড়ুন : Viral Infection : বর্ধমান মেডিক্যালে এক মাসে মৃত্যু 9 শিশুর, ভর্তি 1200 ; কোভিড নয় বলে দাবি চিকিৎসকদের

এছাড়া রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত গোটা রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে ৷ জরুরি পরিষেবা ছাড়া রাতে বাড়ি থেকে বেরনোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ সেই নির্দেশিকা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ৷ এদিনের এই সচেতনতামূলক প্রচারে অংশ নিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, ডিএসপি ট্রাফিক দেবাশিস দাস, আইসি কোতোয়ালি অর্ঘ্য সরকার-সহ অন্যান্যরা ৷

আরও পড়ুন : Corona in India : সামান্য কমে দৈনিক সংক্রমণ 15 হাজারে

জলপাইগুড়ি, 24 অক্টোবর : ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ আর এই পরিস্থিতিতে মাস্ক ছাড়াই ঘুরছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা ৷ আর তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতায় এদিন জলপাইগুড়ি শহরে প্রচারে নামলেন পুলিশ সুপার ৷ জলপাইগুড়ি শহরে সচেতনতা মিছিলে হাঁটলেন তিনি ৷ পাশাপাশি মাস্কবিহীন মানুষদের মাস্ক বিলি করতেও দেখা গেল পুলিশ সুপারকে ৷ সেইসঙ্গে জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচারও করা হয় ৷

এদিন জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয় ৷ ওই পদযাত্রাটি বেগুনটারি মোড় হয়ে গোটা শহর পরিক্রমা করে ৷ পদযাত্রায় অংশ নিয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘আমরা জেলাজুড়েই করোনা নিয়ে সচেতনতা গড়ে তুলছি ৷ যাঁরা মাস্ক পড়ছেন না, তাঁদের মাস্ক পড়ার কথা বলা হচ্ছে ৷ আমরা চাই সবাই সচেতন হোন ৷ এর পরও যদি সাধারণ মানুষ সচেতন না হন, মাস্ক না পরেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব ৷ প্রয়োজনে অভিযোগ দায়ের করব ৷’’

আরও পড়ুন : Viral Infection : বর্ধমান মেডিক্যালে এক মাসে মৃত্যু 9 শিশুর, ভর্তি 1200 ; কোভিড নয় বলে দাবি চিকিৎসকদের

এছাড়া রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত গোটা রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে ৷ জরুরি পরিষেবা ছাড়া রাতে বাড়ি থেকে বেরনোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ সেই নির্দেশিকা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ৷ এদিনের এই সচেতনতামূলক প্রচারে অংশ নিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, ডিএসপি ট্রাফিক দেবাশিস দাস, আইসি কোতোয়ালি অর্ঘ্য সরকার-সহ অন্যান্যরা ৷

আরও পড়ুন : Corona in India : সামান্য কমে দৈনিক সংক্রমণ 15 হাজারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.