ETV Bharat / state

Blue-White Uniform Protest: জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলে নীল-সাদা ইউনিফর্মের বিরোধিতা, পথ অবরোধ অভিভাবকদের - জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়

স্কুলের একশো বছরের পুরনো স্কুল ইউনিফর্মের রং (Blue-White School Uniform) বদল করা যাবে না ৷ এই দাবিতে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলের (Fanindradev School) অভিভাবকরা পথ অবরোধে নেমেছেন (Blue-White Uniform Protest) ৷ পুলিশ অবরোধ তুলতে এলে, পাল্টা পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় অভিভাবকদের ৷

protest-against-blue-white-school-uniform-at-fanindradev-school-in-jalpaiguri
Protest Against Blue-White School Uniform at Fanindradev School in Jalpaiguri
author img

By

Published : Sep 20, 2022, 12:49 PM IST

জলপাইগুড়ি, 20 সেপ্টেম্বর: রাজ্য সরকারের দেওয়া নীল-সাদা স্কুল ইউনিফর্মের বিরোধিতা করে পথ অবরোধ অভিভাবকদের (Blue-White Uniform Protest) ৷ বিগত একশো বছর ধরে থাকা স্কুল ইউনিফর্মের রং বদল করা যাবে না, এই দাবিতে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের (Fanindradev School) অভিভাবকরা পথ অবরোধে নামেন ৷ পুলিশ সেই অবরোধ তুলতে এলে, পাল্টা পুলিশকে অভিভাবকদের প্রশ্ন, ‘‘আপনাদের ইউনিফর্মের রং বদলে দিলে কী করবেন ?’’

জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ফণীন্দ্রদেব বিদ্যালয় ৷ যে স্কুলের উইনিফর্মের রং খাঁকি প্যান্ট ও সাদা শার্ট ৷ কিন্তু, রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, সর সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের উইনিফর্ম নীল-সাদা (Blue-White School Uniform) করে দেওয়া হচ্ছে ৷ আজ থেকে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলের ইউনিফর্মও বদলে দেওয়া হয়েছে ৷ তবে, একশো বছরের পুরনো খাঁকি প্যান্টের রং বদল মানতে নারাজ অভিভাবকরা ৷

জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলে নীল-সাদা ইউনিফর্মের বিরোধিতা

আরও পড়ুন: হাওয়াই চটির সঙ্গে স্কুল ইউনিফর্ম মেলাতে চাইছেন মমতা, অভিযোগ এসএফআইয়ের

এক অভিভাবক প্রতিমা দে বলেন, ‘‘আমরা এই পরিবর্তন মানতে পারছি না ৷ তাই আমরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি ৷ রাজ্য সরকার সব স্কুলের ইউনিফর্ম নীল-সাদা রংয়ের করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ৷’’ অভিভাবকদের বক্তব্য, ‘‘স্কুলের পোশাক আমাদের কাছে একটা আবেগ ৷ কিন্তু রাজ্য সরকার সেই পোশাক পাল্টে, আবেগে আঘাত করছে ৷’’ এই অবরোধের জেরে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে ব্যাপক যানজট তৈরি হয় ৷

জলপাইগুড়ি, 20 সেপ্টেম্বর: রাজ্য সরকারের দেওয়া নীল-সাদা স্কুল ইউনিফর্মের বিরোধিতা করে পথ অবরোধ অভিভাবকদের (Blue-White Uniform Protest) ৷ বিগত একশো বছর ধরে থাকা স্কুল ইউনিফর্মের রং বদল করা যাবে না, এই দাবিতে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের (Fanindradev School) অভিভাবকরা পথ অবরোধে নামেন ৷ পুলিশ সেই অবরোধ তুলতে এলে, পাল্টা পুলিশকে অভিভাবকদের প্রশ্ন, ‘‘আপনাদের ইউনিফর্মের রং বদলে দিলে কী করবেন ?’’

জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ফণীন্দ্রদেব বিদ্যালয় ৷ যে স্কুলের উইনিফর্মের রং খাঁকি প্যান্ট ও সাদা শার্ট ৷ কিন্তু, রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, সর সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের উইনিফর্ম নীল-সাদা (Blue-White School Uniform) করে দেওয়া হচ্ছে ৷ আজ থেকে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলের ইউনিফর্মও বদলে দেওয়া হয়েছে ৷ তবে, একশো বছরের পুরনো খাঁকি প্যান্টের রং বদল মানতে নারাজ অভিভাবকরা ৷

জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলে নীল-সাদা ইউনিফর্মের বিরোধিতা

আরও পড়ুন: হাওয়াই চটির সঙ্গে স্কুল ইউনিফর্ম মেলাতে চাইছেন মমতা, অভিযোগ এসএফআইয়ের

এক অভিভাবক প্রতিমা দে বলেন, ‘‘আমরা এই পরিবর্তন মানতে পারছি না ৷ তাই আমরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি ৷ রাজ্য সরকার সব স্কুলের ইউনিফর্ম নীল-সাদা রংয়ের করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ৷’’ অভিভাবকদের বক্তব্য, ‘‘স্কুলের পোশাক আমাদের কাছে একটা আবেগ ৷ কিন্তু রাজ্য সরকার সেই পোশাক পাল্টে, আবেগে আঘাত করছে ৷’’ এই অবরোধের জেরে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে ব্যাপক যানজট তৈরি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.