জলপাইগুড়ি, 22 জুন : অধ্যাপক বাবার যৌন লালসার শিকার মেয়ে ৷ ধর্ষণের অভিযোগে জলপাইগুড়ির সংস্কৃত বিভাগের সংশ্লিষ্ট অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ । বর্তমানে দেড় মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা ৷ স্বভাবতই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Professor allegedly raped his minor daughter in Jalpaiguri)।
নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ ৷ নির্যাতিতার মায়ের অভিযোগ, মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাঁর স্বামী একাধিকবার নিজের মেয়েকে ধর্ষণ করছেন ৷ ফলস্বরূপ বর্তমানে তাঁর মেয়ে দেড় মাসের অন্তঃসত্ত্বা ৷ অভিযুক্ত অধ্যাপকের স্ত্রী'র অভিযোগের ভিত্তিতেই যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ ৷
আরও পড়ুন : ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক
এ প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে ৷ দেড় মাসের অন্তঃসত্তা ওই কিশোরী । একাধিকবার নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় রুজু হয়েছে মামলাও । ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।