জলপাইগুড়ি, 14 নভেম্বর : বিচারাধীন এক বন্দীকে মাথা থেঁতলে খুন করল আর এক বন্দী । ঘটনাটি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের । মৃতের নাম ভোলা দাস (45) । ঘটনার পর সংশোধনাগার কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার ৷ যদিও মুখে কুলুপ এঁটেছে সংশোধনাগার কর্তৃপক্ষ । তদন্তে নেমেছে জলপাইগুড়ি থানার পুলিশ ।
সংশোধনাগার সূত্রে খবর, গতকাল রাতে সংশোধনাগারের একই ঘরে ছিলেন ভোলা দাস ও শম্ভু বসাক নামে দুই বিচারাধীন বন্দী । ভোলা দাস গত তিন তারিখ POCSO কেসে গ্রেপ্তার হয়েছিল ৷ জলপাইগুড়ি শহরের পবিত্রনগর এলাকার বাসিন্দা সে৷ অন্যদিকে ৭ দিন আগে শিলিগুড়ি সংশোধনাগার থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত শম্ভু বসাককে৷ অভিযোগ, গতকাল রাতে শম্ভুর সঙ্গে কোনও একটি ঘটনা নিয়ে বচসা হয় ভোলা দাসের । সেই সময় ক্ষিপ্ত হয়ে শম্ভু বসাক, ঘরের ভিতরে থাকা ইট দিয়ে ভোলার মাথায় আঘাত করে থেঁতলে দেয় ।
ঘটনার পর কারারক্ষীরা এসে ভোলাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।