ETV Bharat / state

Woman Protests Demanding Marriage: জীবিত স্ত্রীকে মৃত বলে পরকীয়া ! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় অন্তঃসত্ত্বা - প্রেমিকের বাড়ির সামনে ধরনায় অন্তঃসত্ত্বা

স্ত্রীকে মৃত বলে যুবতীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ধূপগুড়িতে ৷ এমনকি সহবাসও করেন অভিযুক্ত ৷ সত্যি জানতে পেরে এবার প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন অন্তঃসত্ত্বা (Pregnant Woman Protests in Front of Lovers House Demanding Marriage) ৷

Pregnant Woman Protesting in Front of Lovers House ETV BHARAT
প্রেমিকের বাড়ির সামনে ধরনায় অন্তঃসত্ত্বা
author img

By

Published : Dec 20, 2022, 4:52 PM IST

Updated : Dec 20, 2022, 5:23 PM IST

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় অন্তঃসত্ত্বা

জলপাইগুড়ি, 20 ডিসেম্বর: স্ত্রী মারা গিয়েছেন, এই বলে প্রথমে যুবতীর সঙ্গে প্রেম ৷ তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ৷ কিন্তু, বিপত্তি তৈরি হয় আসল সত্য সামনে আসার পর ৷ প্রেমিকা জানতে পারেন, তাঁর প্রেমিকের স্ত্রী বেঁচে রয়েছেন এবং তাঁদের 10 বছরের এক সন্তান রয়েছে ৷ এবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন ওই যুবতী (Pregnant Woman Protests in Front of Lovers House Demanding Marriage) ৷ জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ময়নাতলির ঘটনা ৷ তিনি অভিযোগ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন এবং তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ৷

অভিযুক্তের নাম রেজা করিম ৷ তিনি ওই যুবতীকে জানিয়েছিলেন তাঁর স্ত্রী মারা গিয়েছেন ৷ তারপরেই যুবতীকে প্রেমের প্রস্তাব দেন ৷ স্ত্রী নেই, এই ভেবে রেজার সঙ্গে সম্পর্কে জড়ান ওই যুবতী ৷ গত দেড় বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ ৷ এমনকী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷ তখন বারবার বিয়ের কথা বললেও এড়িয়ে যেতে থাকেন রেজা করিম ৷ যার জেরে মাঝে মধ্যেই দু’জনের মধ্যে ঝগড়া হত ৷ সম্প্রতি দু’জনের সেই ঝগড়া চরমে পৌঁছায় ৷

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

এরপরেই ওই যুবতী খোঁজখবর নিয়ে জানতে পারেন রেজা করিমের স্ত্রী জীবিত রয়েছেন এবং তাঁদের বছরের একটি সন্তান রয়েছে ৷ এরপরেই এদিন সকালে প্রেমিকের বাড়ির সামনে গিয়ে ধরনায় বসেন যুবতী ৷ সেই সঙ্গে স্থানীয়দেরও বিষয়টি জানান ৷ ধরনায় বসা যুবতীকে স্থানীয়রা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু, ওই যুবতী জানিয়েছেন, তিনি এ নিয়ে আইনের দ্বারস্থ হবেন ৷ আইনজীবীকে নিয়ে আসার হুঁশিয়ারিও দিয়েছেন ৷ এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে, তিনি কোনও প্রতিক্রিয়া দেননি ৷

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় অন্তঃসত্ত্বা

জলপাইগুড়ি, 20 ডিসেম্বর: স্ত্রী মারা গিয়েছেন, এই বলে প্রথমে যুবতীর সঙ্গে প্রেম ৷ তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ৷ কিন্তু, বিপত্তি তৈরি হয় আসল সত্য সামনে আসার পর ৷ প্রেমিকা জানতে পারেন, তাঁর প্রেমিকের স্ত্রী বেঁচে রয়েছেন এবং তাঁদের 10 বছরের এক সন্তান রয়েছে ৷ এবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন ওই যুবতী (Pregnant Woman Protests in Front of Lovers House Demanding Marriage) ৷ জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ময়নাতলির ঘটনা ৷ তিনি অভিযোগ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন এবং তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ৷

অভিযুক্তের নাম রেজা করিম ৷ তিনি ওই যুবতীকে জানিয়েছিলেন তাঁর স্ত্রী মারা গিয়েছেন ৷ তারপরেই যুবতীকে প্রেমের প্রস্তাব দেন ৷ স্ত্রী নেই, এই ভেবে রেজার সঙ্গে সম্পর্কে জড়ান ওই যুবতী ৷ গত দেড় বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ ৷ এমনকী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ৷ তখন বারবার বিয়ের কথা বললেও এড়িয়ে যেতে থাকেন রেজা করিম ৷ যার জেরে মাঝে মধ্যেই দু’জনের মধ্যে ঝগড়া হত ৷ সম্প্রতি দু’জনের সেই ঝগড়া চরমে পৌঁছায় ৷

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

এরপরেই ওই যুবতী খোঁজখবর নিয়ে জানতে পারেন রেজা করিমের স্ত্রী জীবিত রয়েছেন এবং তাঁদের বছরের একটি সন্তান রয়েছে ৷ এরপরেই এদিন সকালে প্রেমিকের বাড়ির সামনে গিয়ে ধরনায় বসেন যুবতী ৷ সেই সঙ্গে স্থানীয়দেরও বিষয়টি জানান ৷ ধরনায় বসা যুবতীকে স্থানীয়রা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু, ওই যুবতী জানিয়েছেন, তিনি এ নিয়ে আইনের দ্বারস্থ হবেন ৷ আইনজীবীকে নিয়ে আসার হুঁশিয়ারিও দিয়েছেন ৷ এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে, তিনি কোনও প্রতিক্রিয়া দেননি ৷

Last Updated : Dec 20, 2022, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.