ETV Bharat / state

ময়নাগুড়িতে হাইজ্যাক হওয়া পণ্যবাহী ট্রাক উদ্ধার, নিখোঁজ দুই কর্মী - Truck

জাতীয় সড়ক থেকে ফের পণ্যবাহী ট্রাক ছিনতাই৷ এবার ঘটনাস্থল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানা এলাকা৷ পরে অবশ্য ট্রাকটি জিপিএস-এর সূত্র ধরে পুলিশ উদ্ধার করে৷ অভিযুক্তরা এবং ট্রাকের দুই আরোহী নিখোঁজ৷ তবে চালককে পাওয়া গিয়েছে৷

ময়নাগুড়িতে হাইজ্যাক হওয়া পণ্যবাহী ট্রাক উদ্ধার, নিখোঁজ দুই কর্মী
ময়নাগুড়িতে হাইজ্যাক হওয়া পণ্যবাহী ট্রাক উদ্ধার, নিখোঁজ দুই কর্মী
author img

By

Published : Feb 5, 2021, 7:04 PM IST

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : জাতীয় সড়ক থেকে হাইজ্যাক হওয়া ট্রাক জিপিএসের সূত্র ধরে উদ্ধার করল পুলিশ৷ কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হাইজ্যাক হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে। এখনও নিখোঁজ ট্রাকের দু’জন কর্মী। ময়নাগুড়ি থানা এলাকায় একের পর এক ট্রাক হাইজ্যাকিং-এর ঘটনায় উদ্বিগ্ন জলপাইগুড়ি জেলা পুলিশ।

ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, 12 চাকার একটি পণ্যবাহী ট্রাক ময়দা বোঝাই করে বেনারস থেকে অসমে যাচ্ছিল। ট্রাকে চালক-সহ মোট 3 জন ছিলেন। গত 3 ফেব্রুয়ারি রাতে ময়নাগুড়ি রানিরহাট মোড়ে 27 নম্বর জাতীয় সড়কের ওপর দু’টি চারচাকা গাড়ি ওই ট্রাকটিকে থামায়৷ ওই গাড়ি দু’টিতে 7-8 জন দুস্কৃতি ছিল৷ ট্রাকের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে বাকিদেরও মারধর করে দুস্কৃতীদের দল। তাঁদেরকে গাড়িতে উঠিয়ে ধূপগুড়ির দিকে রওনা দেয় দুষ্কৃতিরা। তাদের দলের একজন ট্রাক চালাতে শুরু করেন৷

এরপর ধূপগুড়ির কাছে একজনকে ফেলে দিয়ে বাকি দু’জনকে অপহরণ করে নিয়ে চলে যায় দুস্কৃতীদের দলটি। এরপর স্থানীয়দের সহযোগিতায় ধূপগুড়ি থানাকে খবর দেওয়া হয়৷ এরপর ময়নাগুড়ি থানায় এসে লিখিত ভাবে অভিযোগ জানান ট্রাকের চালক মহারাজ সিং।

আরও পড়ুন : ম্যানহোলে বিষাক্ত গ্যাসে মৃত্যু শ্রমিকের, অসুস্থ আরও 2

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ট্রাকে লাগানো জিপিএস মেশিনের মাধ্যমে পুলিশ জানতে পারে দুস্কৃতিরা ময়নাগুড়ি রানিরহাট মোড় থেকে ট্রাক ঘুরিয়ে 27 নম্বর জাতীয় সড়ক দিয়ে ময়নাগুড়ি ইন্দিরা মোড় দিয়ে এশিয়ান হাইওয়ে ধরে ময়নাগুড়ি ভোটপাট্টি, ব্রহ্মপুর হয়ে চ্যাংরাবান্ধ্যা দিকে যায় ট্রাকটি। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার ভোগেরখুঁটি চেকপোস্টের সামনে ট্রাকটিকে পায়৷ যদিও দুস্কৃতিদের দল পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করা সম্ভব হলেও ট্রাকের 2 জন চালক এখনো নিখোঁজ।

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : জাতীয় সড়ক থেকে হাইজ্যাক হওয়া ট্রাক জিপিএসের সূত্র ধরে উদ্ধার করল পুলিশ৷ কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হাইজ্যাক হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে। এখনও নিখোঁজ ট্রাকের দু’জন কর্মী। ময়নাগুড়ি থানা এলাকায় একের পর এক ট্রাক হাইজ্যাকিং-এর ঘটনায় উদ্বিগ্ন জলপাইগুড়ি জেলা পুলিশ।

ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, 12 চাকার একটি পণ্যবাহী ট্রাক ময়দা বোঝাই করে বেনারস থেকে অসমে যাচ্ছিল। ট্রাকে চালক-সহ মোট 3 জন ছিলেন। গত 3 ফেব্রুয়ারি রাতে ময়নাগুড়ি রানিরহাট মোড়ে 27 নম্বর জাতীয় সড়কের ওপর দু’টি চারচাকা গাড়ি ওই ট্রাকটিকে থামায়৷ ওই গাড়ি দু’টিতে 7-8 জন দুস্কৃতি ছিল৷ ট্রাকের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে বাকিদেরও মারধর করে দুস্কৃতীদের দল। তাঁদেরকে গাড়িতে উঠিয়ে ধূপগুড়ির দিকে রওনা দেয় দুষ্কৃতিরা। তাদের দলের একজন ট্রাক চালাতে শুরু করেন৷

এরপর ধূপগুড়ির কাছে একজনকে ফেলে দিয়ে বাকি দু’জনকে অপহরণ করে নিয়ে চলে যায় দুস্কৃতীদের দলটি। এরপর স্থানীয়দের সহযোগিতায় ধূপগুড়ি থানাকে খবর দেওয়া হয়৷ এরপর ময়নাগুড়ি থানায় এসে লিখিত ভাবে অভিযোগ জানান ট্রাকের চালক মহারাজ সিং।

আরও পড়ুন : ম্যানহোলে বিষাক্ত গ্যাসে মৃত্যু শ্রমিকের, অসুস্থ আরও 2

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ট্রাকে লাগানো জিপিএস মেশিনের মাধ্যমে পুলিশ জানতে পারে দুস্কৃতিরা ময়নাগুড়ি রানিরহাট মোড় থেকে ট্রাক ঘুরিয়ে 27 নম্বর জাতীয় সড়ক দিয়ে ময়নাগুড়ি ইন্দিরা মোড় দিয়ে এশিয়ান হাইওয়ে ধরে ময়নাগুড়ি ভোটপাট্টি, ব্রহ্মপুর হয়ে চ্যাংরাবান্ধ্যা দিকে যায় ট্রাকটি। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার ভোগেরখুঁটি চেকপোস্টের সামনে ট্রাকটিকে পায়৷ যদিও দুস্কৃতিদের দল পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করা সম্ভব হলেও ট্রাকের 2 জন চালক এখনো নিখোঁজ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.