ETV Bharat / state

পরনে ইউনিফর্ম, ডিউটি টাইমেই মত্ত পুলিশকর্মী ! - alcohol

বিভাগীয় কমিশনারের অফিসের সামনে ইউনিফর্ম পরে পড়ে থাকতে দেখা গেল এক পুলিশকর্মীকে । অভিযোগ, তিনি মদ্য পান করেছিলেন । তাঁকে এই অবস্থায় দেখে ভিড় জমান স্থানীয়রা ।

তপন রায়
author img

By

Published : Jul 4, 2019, 12:58 PM IST

জলপাইগুড়ি, 4 জুলাই : জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের অফিসের সামনে পড়ে থাকতে দেখা গেল এক পুলিশকর্মীকে । নাম তপন রায় । তিনি মদ্যপান করেছিলেন । মত্ত অবস্থায় তাঁকে কমিশনারের অফিসের সামনে পড়ে থাকতে দেখা যায় । ওই অবস্থায় পড়ে থাকতে দেখে ভিড় জমান স্থানীয়রা । পরে জেলাশাসকের দপ্তরের ভেতরে নিয়ে যাওয়া হয় ।

হরিমোহন দেবনাথ নামে এক পুলিশকর্মী বলেন, "গতকাল দুপুরে ডিউটিতে যোগ দেন জেলা পুলিশের হোমগার্ড তপন রায় । আমি দেখতে আসি উনি ডিউটিতে আছেন কি না । অন্য একজন বলেন খেতে গেছে । এরপরে দেখি বিভাগীয় কমিশনারের দপ্তরের গেটের সামনে পরে রয়েছেন । তারপর আমরা ধরে নিয়ে আসি জেলাশাসকের দপ্তরে ।"

tapan
তপন রায়কে তুলে নিয়ে যাওয়া হচ্ছে
জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে EVM-এর ওয়্যারহাউজ়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তপন । গতকাল ডিউটিতে যোগ দিয়েই তিনি বাইরে বেরিয়ে গিয়ে মদ খেতে চলে যান বলে অভিযোগ । তাঁকে বিভাগীয় কমিশনারের দপ্তরের গেটের সামনে পড়ে থাকতে দেখেন অন্য পুলিশকর্মীরা । বিভাগের সম্মান বাঁচাতে তাঁরাই তপনকে জেলাশাসকের দপ্তরের ভেতরে নিয়ে যান । টালমাটাল অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয় । কথা বলার মতো অবস্থায় ছিলেন না । বেঞ্চের উপরই শুয়ে পড়েন । জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সুনীল আগরওয়াল বলেন, "আমি বিষয়টি পুলিশকে দেখতে বলেছি ।"

জলপাইগুড়ি, 4 জুলাই : জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের অফিসের সামনে পড়ে থাকতে দেখা গেল এক পুলিশকর্মীকে । নাম তপন রায় । তিনি মদ্যপান করেছিলেন । মত্ত অবস্থায় তাঁকে কমিশনারের অফিসের সামনে পড়ে থাকতে দেখা যায় । ওই অবস্থায় পড়ে থাকতে দেখে ভিড় জমান স্থানীয়রা । পরে জেলাশাসকের দপ্তরের ভেতরে নিয়ে যাওয়া হয় ।

হরিমোহন দেবনাথ নামে এক পুলিশকর্মী বলেন, "গতকাল দুপুরে ডিউটিতে যোগ দেন জেলা পুলিশের হোমগার্ড তপন রায় । আমি দেখতে আসি উনি ডিউটিতে আছেন কি না । অন্য একজন বলেন খেতে গেছে । এরপরে দেখি বিভাগীয় কমিশনারের দপ্তরের গেটের সামনে পরে রয়েছেন । তারপর আমরা ধরে নিয়ে আসি জেলাশাসকের দপ্তরে ।"

tapan
তপন রায়কে তুলে নিয়ে যাওয়া হচ্ছে
জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে EVM-এর ওয়্যারহাউজ়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তপন । গতকাল ডিউটিতে যোগ দিয়েই তিনি বাইরে বেরিয়ে গিয়ে মদ খেতে চলে যান বলে অভিযোগ । তাঁকে বিভাগীয় কমিশনারের দপ্তরের গেটের সামনে পড়ে থাকতে দেখেন অন্য পুলিশকর্মীরা । বিভাগের সম্মান বাঁচাতে তাঁরাই তপনকে জেলাশাসকের দপ্তরের ভেতরে নিয়ে যান । টালমাটাল অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয় । কথা বলার মতো অবস্থায় ছিলেন না । বেঞ্চের উপরই শুয়ে পড়েন । জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সুনীল আগরওয়াল বলেন, "আমি বিষয়টি পুলিশকে দেখতে বলেছি ।"
Intro:WB_JAL_03JULY_HOME_GOURD_ABHIJIT_7203427


Body:WB_JAL_03JULY_HOME_GOURD_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_03JULY_HOME_GOURD_ABHIJIT_7203427

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.