ETV Bharat / state

Four arrested for Boozing: বিচারকের আবাসনের পাশেই বিয়ার-গাঁজার আসর, আটক চার যুবক-যুবতী - Police arrests four People for boozing publickly

মঙ্গলবার জুবলি পার্ক সংলগ্ন এলাকা থেকে চার যুবক-যুবতীকে আটক করা হয়েছে । প্রকাশ্যে বিয়ার ও গাঁজা খাওয়ার অপরাধে তাঁদের আটক করা হয় (Police arrests four People for boozing publickly) ।

Four arrested
Four arrested
author img

By

Published : Jul 12, 2022, 10:09 PM IST

জুবলি পার্ক (জলপাইগুড়ি), 12 জুলাই: বিচারকের বাংলোর পাশেই বিয়ার-গাঁজার আসর ৷ উইনার্স টিমের হাতে গ্রেফতার চার যুবক-যুবতী । কয়েকদিন ধরেই মদ্যপানের আসর বসেছিল জলপাইগুড়ি জুবলি পার্ক সংলগ্ন এলাকায় । জেলা পুলিশের 'উইনার্স টিম' অভিযুক্তদের ধরতে গেলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমনকী হুমকিও দেওয়া হয় । তারপরেই প্রকাশ্যে মাদকের নেশা করার অপরাধে দুই কলেজ পড়ুয়া, এক আইনজীবী ও বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত এক যুবককে গ্রেফতার করল পুলিশ (Police arrests four People for boozing publickly) ।

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, মঙ্গলবার জুবলি পার্ক সংলগ্ন এলাকা থেকে চার যুবক-যুবতীকে আটক করা হয়েছে । প্রকাশ্যে বিয়ার ও গাঁজা খাওয়ার অপরাধে তাঁদের আটক করা হয় । ধৃত চারজনের মধ্যে একজন আনন্দ চন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী । তাঁর বাড়ি জলপাইগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস পাড়াতে । দ্বিতীয়জন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র । ধৃতদের মধ্যে এক যুবক জলপাইগুড়ি মার্চেন্ট রোডের বাসিন্দা । তিনি জলপাইগুড়ি আদালতের আইনজীবী বলে নিজের পরিচয় দেন । অন্য যুবতী মালকানির বাসিন্দা । জানা গিয়েছে, তিনি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী ।

আরও পড়ুন : চিকিৎসা করাতে এসে সেন্টারের কর্মীদের উপরই হামলা 'নেশাড়ু' ব্যক্তির !

অভিযোগ, সোমবার বিকেল থেকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারকদের আবাসন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই নেশার আসর বসেছিল । পুলিশ প্রথমে সর্তক করলেও নেশাগ্রস্ত যুবক ও যুবতীদের মধ্যে কোনও হেলদোল ছিল না । তিস্তার পাশে জুবলি পার্ক সংলগ্ন এলাকায় প্রায়ই নেশার আসর বসে বলেও স্থানীয়দের অভিযোগ ।

জুবলি পার্ক (জলপাইগুড়ি), 12 জুলাই: বিচারকের বাংলোর পাশেই বিয়ার-গাঁজার আসর ৷ উইনার্স টিমের হাতে গ্রেফতার চার যুবক-যুবতী । কয়েকদিন ধরেই মদ্যপানের আসর বসেছিল জলপাইগুড়ি জুবলি পার্ক সংলগ্ন এলাকায় । জেলা পুলিশের 'উইনার্স টিম' অভিযুক্তদের ধরতে গেলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমনকী হুমকিও দেওয়া হয় । তারপরেই প্রকাশ্যে মাদকের নেশা করার অপরাধে দুই কলেজ পড়ুয়া, এক আইনজীবী ও বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত এক যুবককে গ্রেফতার করল পুলিশ (Police arrests four People for boozing publickly) ।

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, মঙ্গলবার জুবলি পার্ক সংলগ্ন এলাকা থেকে চার যুবক-যুবতীকে আটক করা হয়েছে । প্রকাশ্যে বিয়ার ও গাঁজা খাওয়ার অপরাধে তাঁদের আটক করা হয় । ধৃত চারজনের মধ্যে একজন আনন্দ চন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী । তাঁর বাড়ি জলপাইগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস পাড়াতে । দ্বিতীয়জন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র । ধৃতদের মধ্যে এক যুবক জলপাইগুড়ি মার্চেন্ট রোডের বাসিন্দা । তিনি জলপাইগুড়ি আদালতের আইনজীবী বলে নিজের পরিচয় দেন । অন্য যুবতী মালকানির বাসিন্দা । জানা গিয়েছে, তিনি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী ।

আরও পড়ুন : চিকিৎসা করাতে এসে সেন্টারের কর্মীদের উপরই হামলা 'নেশাড়ু' ব্যক্তির !

অভিযোগ, সোমবার বিকেল থেকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারকদের আবাসন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই নেশার আসর বসেছিল । পুলিশ প্রথমে সর্তক করলেও নেশাগ্রস্ত যুবক ও যুবতীদের মধ্যে কোনও হেলদোল ছিল না । তিস্তার পাশে জুবলি পার্ক সংলগ্ন এলাকায় প্রায়ই নেশার আসর বসে বলেও স্থানীয়দের অভিযোগ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.