ETV Bharat / state

Murder in Dooars : টাকা নিয়ে বচসার জেরে ডুয়ার্সে খুন, গ্রেফতার অভিযুক্ত - ডুয়ার্সে খুন

একই হোটেলে কাজ ৷ সেই সহকর্মীর সঙ্গেই টাকা নিয়ে বচসার জেরে খুন হলেন এক ব্যক্তি (Murder in Dooars) ৷ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার গয়েরকাটা হিন্দুপাড়া ডিভিশন লাইনে ।

Dooars Murder
ডুয়ার্সে খুন
author img

By

Published : Apr 25, 2022, 1:07 PM IST

ডুয়ার্স, 25 এপ্রিল : চা বাগান সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার । উঠছে খুনের অভিযোগ (Police Arrested 1 in Dooars Murder due to Quarrel Over Money) । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার গয়েরকাটা হিন্দুপাড়া ডিভিশন লাইনে । ঘটনায় অভিযুক্ত দশরথ ওঁরাও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত দুই দিন থেকে অভিযুক্ত দশরথের সঙ্গেই ছিলেন । বাড়িতে দশরথ তাঁকে বন্ধু বলেই পরিচয় দিয়েছিল । রাতের দিকে দশরথের বাড়ির লোকজন দেখেন ঘরের উঠোনে রক্ত ভাসছে । এরপর দেখা যায় বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার পুলিশ । দেহে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে এবং দেহের পাশে একটি বড় পাথর পড়ে থাকতে দেখা যায় ।

অভিযুক্ত দশরথের খোঁজে তল্লাশি চালিয়ে তাকে বিন্নাগুড়ি রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তি ডুয়ার্সের বীরপাড়া এলাকার তুলসীপাড়া চা বাগানের বাসিন্দা, নাম রাজ থাপা । অভিযুক্ত দশরথ এবং রাজ দু‘জনেই বিন্নাগুড়ি এলাকার একটি হোটেলে কাজ করতেন । টাকা পয়সার নিয়ে দু'জনের মধ্যে বচসার হওয়ার সময় দশরথ ছুরি দিয়ে রাজ থাপাকে গলায় আঘাত করে ৷ তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজের ৷ বানারহাট থানার পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Maynaguri Molestation : ময়নাগুড়িতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত বিজেপি কর্মী

ডুয়ার্স, 25 এপ্রিল : চা বাগান সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার । উঠছে খুনের অভিযোগ (Police Arrested 1 in Dooars Murder due to Quarrel Over Money) । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট থানার গয়েরকাটা হিন্দুপাড়া ডিভিশন লাইনে । ঘটনায় অভিযুক্ত দশরথ ওঁরাও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত দুই দিন থেকে অভিযুক্ত দশরথের সঙ্গেই ছিলেন । বাড়িতে দশরথ তাঁকে বন্ধু বলেই পরিচয় দিয়েছিল । রাতের দিকে দশরথের বাড়ির লোকজন দেখেন ঘরের উঠোনে রক্ত ভাসছে । এরপর দেখা যায় বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার পুলিশ । দেহে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে এবং দেহের পাশে একটি বড় পাথর পড়ে থাকতে দেখা যায় ।

অভিযুক্ত দশরথের খোঁজে তল্লাশি চালিয়ে তাকে বিন্নাগুড়ি রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তি ডুয়ার্সের বীরপাড়া এলাকার তুলসীপাড়া চা বাগানের বাসিন্দা, নাম রাজ থাপা । অভিযুক্ত দশরথ এবং রাজ দু‘জনেই বিন্নাগুড়ি এলাকার একটি হোটেলে কাজ করতেন । টাকা পয়সার নিয়ে দু'জনের মধ্যে বচসার হওয়ার সময় দশরথ ছুরি দিয়ে রাজ থাপাকে গলায় আঘাত করে ৷ তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজের ৷ বানারহাট থানার পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Maynaguri Molestation : ময়নাগুড়িতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত বিজেপি কর্মী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.