জলপাইগুড়ি, 14 মে : বৃদ্ধ বা-মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দুই ছেলে ও বৌমার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 2 নং ওয়ার্ডের রাজবাড়ি পাড়ায় ৷ বৃদ্ধ ও বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযুক্ত দুই ছেলে ও তাদের স্ত্রীদের গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ (Old Couple Complain Against Sons and Daughter in Laws)। যদিও ছেলে ও বৌমাদের সাফাই, তাদের বাড়ি থেকে তাড়ানোর জন্যই মিথ্যে অভিযোগ এনেছেন ওই বৃদ্ধ-বৃদ্ধা ৷
ওই বৃদ্ধের নাম উৎপল ভৌমিক ৷ তিনি পেশায় ব্যবাসায়ী ৷ তিনি ও তাঁর স্ত্রী মুক্তিরাণী ভৌমিক শনিবার কোতয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর দুই ছেলে উদয় শঙ্কর ভৌমিক ও অর্ণব ভৌমিকের বিরুদ্ধে ৷ পুত্রবধূদের বিরুদ্ধেও তাঁরা অভিযোগ জানান থানায় ৷ বৃদ্ধ এই দম্পতির দাবি, ছেলে ও পুত্রবধূরা মিলে মারধর করে তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছে ৷ কারণ, ছেলেদের নামে নিজের সম্পত্তি লিখে দিতে রাজি হননি উৎপল ভৌমিক ৷
আরও পড়ুন : অবশেষে বহরমপুরে কলেজ ছাত্রীর খুনের ঘটনার অভিযুক্তের স্বীকারোক্তি
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন, উৎপলবাবুর ছেলে উদয়শঙ্কর ভৌমিক ৷ তার পালটা অভিযোগ, "আমার বা ও মা আমাদের বাড়িতে থাকতে দেয় না । নিজেরাই মেয়ে দেখে আমাদের দুই ভাইকে বিয়ে দিয়েছে অথচ বৌমারা নাকি কেউ ভাল নয় । এই সমস্যার কারণে আমি ও ভাই স্ত্রীদের নিয়ে দীর্ঘদিন ভাড়া বাড়িতে রয়েছি । বর্তমানে আমাদের আয় বলে কিছু নেই ৷ আমাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমরা নিজেদের ভাড়া বাড়ি ছেড়ে বাড়িতে ফিরে এসেছি ৷ আর এখন বা-মাও আমাদের বাড়ি থেকে বেড় করে দিতে চাইছে ৷ তাই এই মিথ্যা অভিযোগ করছে ৷"
এপ্রসঙ্গে, স্থানীয় কাউন্সিলর মহুয়া দত্ত বন্দোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ আইন অনুযায়ী যা ব্যবস্থা করার করবে ৷ কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আমরা গ্রেফতার করেছি চারজনকে । তদন্ত চলছে ।"