ETV Bharat / state

সালিশি সভায় চড়, অপমানে আত্মঘাতী ব্যক্তি ? - insulted

সালিশি সভায় চড় । অপমানে আত্মঘাতী ব্যক্তি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 17, 2019, 11:27 PM IST

ময়নাগুড়ি, 17 জুন : সালিশি সভায় চড় মারা হয়েছিল । আর তারপরেই অপমানে আত্মঘাতী হলেন ব্যক্তি । মৃতের নাম ধীরেন সেন (50) । ময়নাগুড়ির হেলাপাকরির ঘটনা । মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ময়নাগুড়ির হেলাপাকরির বাসিন্দা ধীরেন সেনের বিরুদ্ধে অভিযোগ, সে প্রায়ই মদ খেয়ে বাড়িতে অশান্তি করত । সমস্যা মেটাতে ধীরেনের আত্মীয় নেপাল রায়, বিমল রায় সহ অন্যান্যরা রবিবার গ্রামে সালিশি সভা ডাকে । সভায় ধীরেনকে চড় মারা হয় বলে অভিযোগ ।

ধীরেনের পরিবারের অভিযোগ, চড় খেয়ে অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ধীরেন । প্রথমে তাঁকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

ময়নাগুড়ি, 17 জুন : সালিশি সভায় চড় মারা হয়েছিল । আর তারপরেই অপমানে আত্মঘাতী হলেন ব্যক্তি । মৃতের নাম ধীরেন সেন (50) । ময়নাগুড়ির হেলাপাকরির ঘটনা । মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ময়নাগুড়ির হেলাপাকরির বাসিন্দা ধীরেন সেনের বিরুদ্ধে অভিযোগ, সে প্রায়ই মদ খেয়ে বাড়িতে অশান্তি করত । সমস্যা মেটাতে ধীরেনের আত্মীয় নেপাল রায়, বিমল রায় সহ অন্যান্যরা রবিবার গ্রামে সালিশি সভা ডাকে । সভায় ধীরেনকে চড় মারা হয় বলে অভিযোগ ।

ধীরেনের পরিবারের অভিযোগ, চড় খেয়ে অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ধীরেন । প্রথমে তাঁকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

Intro:জলপাইগুড়িঃ- মদ খাওয়া নিয়ে মামা ও ভাগ্নের মধ্যে বচসা। প্রায়দিনই মদ খেয়ে ঝানেলা নিয়ে বচসা মেটাতে স্থানীয় উদ্যোগে বসানো হয় শালিসি সভা। সভাতেই মারা হয় সপাটে চর।অপমানে আত্মঘাতী এক ব্যক্তি।সভায় চর মারার অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন ধীরেন সেন (৫০) নামে এক ব্যক্তি এমনি অভিযোগ। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির হেলাপাকরিতে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের পরিবারের অভিযোগ শালিসি সভাতে চর মারার কারনেই অপমানে আত্মহত্যা করেছে পেশায় কৃষক ধীরেন সেন। আজ মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

জানা যায় ময়নাগুড়ি হেলাপাকরির বাসিন্দা গত শনিবার রাতে ধীরেন রায় মদ খেয়ে তার প্রতিবেশী সম্পর্কে ভাগ্নার রবি সেনের সাথে বচসায় জড়িয়ে পরেন এবং তার গলা টিপে ধরেন।এই বচসা মেটাতে স্থানীয় বাসিন্দা নেতা, নেপাল রায়,বিমল রায় সহ তার আত্মীয়স্বজনরা গত রবিবার একটি সালিসি সভা করেন।সেই সভায় স্থানীয় আরও কয়েকজন ছিলেন। এই সালিসি সভায় স্থানীয় বিমল রায় ধীরেন সেনকে প্রকাশ্যেই চর মারেন সবার সামনে।তিনি ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান। এর পরই ধীরেন সেন অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ধীরেন বাবু অভিযোগ পরিবারের। কীটনাশক খাওয়ার পর ধীরেন সেনকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা সেখান থেকে ধীরেন সেন কে জলপাইগুড়িতে স্থানান্তরিত করে সেখানেই ধীরেন সেনের মৃত্যু হয়।

নেপাল রায় বলেন ধিরেন সেন সম্পর্কে আমার শালক হয়। সে একদিন আগে মগ খেয়ে মাতলামি করে ভাগ্না রবি সেনের গলা চিপে ধরে।এরপর তার পরিবারের মধ্যে ঝামেলার সৃস্টি হয়।তার ছেলে বিষ্ণু সেন বলে বাবা যেন বাড়িতে না আসে এমন ঝামেলা করলে।এরপর আমরা স্থানীয়রা বসে আলোচনা সভা করে সমস্যা মেটানোর চেস্টা করি।কিন্তু সভাতেই ধিরেন ফের মারধোর করার হুমকি দেয়।এরপর বিমল রেগে গিয়ে একটা থাপ্পর দেয় এটা ঠিক।আসলে এই মাতলামির সমস্যা অনেকদিন থেকেই চলছিল।তার ছেলেও বাড়িতে তাকে ঢুকতে দিচ্ছিল না।তাই আমরা আলোচনা করে সমস্যা মেটাতে চাইছিলাম।কিন্তু চরের কারনেই মৃত্যু এটা ঠিক হয়।তার ছেলে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না তাতে সে মানষিক ভাবে ভেঙে পরেছিল।হয়ত সে কারনেই কীটনাশক খেয়েছে এখান্র রাজনীতির কোন রঙ নেই।

Body:WB_JAL_17JUNE_SUICIDE_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_17JUNE_SUICIDE_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.