ETV Bharat / state

Tree Plantation : ভাঙন থেকে পর্যটনস্থল বাঁচাতে তালবীজ রোপণ জলপাইগুড়িতে - ময়নাগুড়ি প্রস্তুতি যুব মঞ্চ

ভাঙন রুখতে নদীর ধারে তালবীজ রোপণ করলেন ময়নাগুড়ির প্রস্তুতি যুব মঞ্চের সদস্যরা ৷ বাড়ি বাড়ি ঘুরে তালবীজ সংগ্রহ করে তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ৷

Tree Plantation
Tree Plantation
author img

By

Published : Oct 7, 2021, 6:51 AM IST

জলপাইগুড়ি, 7 অক্টোবর : ভাঙনরোধে নদীর ধারে তালবীজ রোপণ করল একদল যুবক । এলাকার পিকনিক স্পট বাঁচাতে মহালয়ার দিন ময়নাগুড়ির প্রস্তুতি যুব মঞ্চের পক্ষ থেকে এই তালবীজ রোপণ কর্মসূচির আয়োজন করে ৷ ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার জলঢাকা নদীর ভাঙনে এলাকার বিস্তীর্ণ জমি তলিয়ে গিয়েছে । ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার পিকনিক স্পট ৷

ভাঙন আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রস্তুতি যুব মঞ্চের পক্ষ থেকে জানান পার্থপ্রতিম সরকার ৷ এদিন তিনি বলেন, "ভাদ্র মাসে সবাই তাল খেয়ে থাকে । আমরা বাড়ি বাড়ি থেকে প্রায় 500 তালের বীজ সংগ্রহ করেছি । এরপর আমরা নদীর ধার বরাবর তা রোপণ করেছি ৷ এতে একদিকে যেমন নদীর ভাঙন কিছুটা হলেও রোখা যাবে, পাশাপাশি সারিবদ্ধভাবে তাল গাছ জন্মালে দেখতেও ভালো লাগবে এবং সৌন্দর্যায়নও হবে বলে ৷"

তিনি জানান, আমাদের সঙ্গে বেশ কিছু শিক্ষকও রয়েছেন ৷ তাঁরাও আমাদের সঙ্গে তালবীজ রোপণ করেছেন । ময়নাগুড়ির এই যুবকদের উদ্যোগ দেখে এলাকার মানুষজনও এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সায়ন সরকার জানান, পানবাড়ির এই পিকনিক স্পটটি খুবই জনপ্রিয় । বর্তমানে জায়গাটি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে । প্রস্তুতি যুবমঞ্চের সদস্যরা যে উদ্যোগ নিয়েছে তাতে খুবই ভাল লাগছে ।

আরও পড়ুন : River Erosion : ভাঙন রুখতে চাই বোল্ডার পাইলিং, একান্ত সাক্ষাৎকারে নদী বিশেষজ্ঞ তুহিনশুভ্র মণ্ডল

জলপাইগুড়ি, 7 অক্টোবর : ভাঙনরোধে নদীর ধারে তালবীজ রোপণ করল একদল যুবক । এলাকার পিকনিক স্পট বাঁচাতে মহালয়ার দিন ময়নাগুড়ির প্রস্তুতি যুব মঞ্চের পক্ষ থেকে এই তালবীজ রোপণ কর্মসূচির আয়োজন করে ৷ ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার জলঢাকা নদীর ভাঙনে এলাকার বিস্তীর্ণ জমি তলিয়ে গিয়েছে । ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার পিকনিক স্পট ৷

ভাঙন আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রস্তুতি যুব মঞ্চের পক্ষ থেকে জানান পার্থপ্রতিম সরকার ৷ এদিন তিনি বলেন, "ভাদ্র মাসে সবাই তাল খেয়ে থাকে । আমরা বাড়ি বাড়ি থেকে প্রায় 500 তালের বীজ সংগ্রহ করেছি । এরপর আমরা নদীর ধার বরাবর তা রোপণ করেছি ৷ এতে একদিকে যেমন নদীর ভাঙন কিছুটা হলেও রোখা যাবে, পাশাপাশি সারিবদ্ধভাবে তাল গাছ জন্মালে দেখতেও ভালো লাগবে এবং সৌন্দর্যায়নও হবে বলে ৷"

তিনি জানান, আমাদের সঙ্গে বেশ কিছু শিক্ষকও রয়েছেন ৷ তাঁরাও আমাদের সঙ্গে তালবীজ রোপণ করেছেন । ময়নাগুড়ির এই যুবকদের উদ্যোগ দেখে এলাকার মানুষজনও এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সায়ন সরকার জানান, পানবাড়ির এই পিকনিক স্পটটি খুবই জনপ্রিয় । বর্তমানে জায়গাটি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে । প্রস্তুতি যুবমঞ্চের সদস্যরা যে উদ্যোগ নিয়েছে তাতে খুবই ভাল লাগছে ।

আরও পড়ুন : River Erosion : ভাঙন রুখতে চাই বোল্ডার পাইলিং, একান্ত সাক্ষাৎকারে নদী বিশেষজ্ঞ তুহিনশুভ্র মণ্ডল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.