ETV Bharat / state

জলপাইগুড়িতে হাসপাতালে আউটডোর বন্ধ, চলছে সিনেমার শুটিং - সিনেমার শুটিং

শুটিং চলছে তাই জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের আউটডোর বন্ধ । রোগীরা রোদে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে ।

জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে
author img

By

Published : May 29, 2019, 11:13 PM IST

Updated : May 30, 2019, 1:02 PM IST

জলপাইগুড়ি, 29 মে : হাসপাতালের সামনে দীর্ঘ লাইন । চড়া রোদে, গরমে নাজেহাল রোগীসহ তাঁদের পরিবার । কিন্তু কেন? কারণ হাসপাতালের আউটডোর বন্ধ করে চলছে শুটিং । এখন প্রশ্ন হল হাসপাতালের আউটডোরের চিকিৎসা পরিষেবা বন্ধ করে কীভাবে সেখানে শুটিং-এর অনুমতি দিল জেলা স্বাস্থ্য বিভাগ ?

গত দু'দিন ধরে জলপাইগুড়িতে চলছে একটি বাংলা সিনেমার শুটিং । গতকাল রায়কত পাড়ার একটি বাড়িতে শুটিং হয়েছে । আজ সকাল থেকেই জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের আউটডোরে শুরু হয়েছে শুটিং-এর কাজ । আউটডোরে যেখানে সদ্যোজাত শিশুদের ও প্রসূতিদের টিকা দেওয়া হয় সেখানেই ঘর বন্ধ করে চলছে শুটিং-এর কাজ । হাসপাতাল চত্বরে শুটিং-ইউনিটের গাড়ি ও সরঞ্জাম থাকায় রোগী ও তাঁদের পরিজনদের দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই । এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এইভাবে শুটিং-এর অনুমতি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা ।

বিষয়টি সাংবাদিকদের তরফে অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়ালকে জানানো হলে তিনি বলেন, "আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম । আমি এখনই CMO স্যারের সঙ্গে কথা বলেছি । দ্রুত শুটিং বন্ধের নির্দেশ দিয়েছি । " সেইসঙ্গে তিনি জানান, চিকিৎসার মতো জরুরি সরকারি পরিষেবা বন্ধ রেখে এই ধরনের অনুমতি দেওয়া তো অনুচিত ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগন্নাথ সরকার জানান, শুটিং-এর জন্য তাঁদের কাছে 1 ঘণ্টার জন্য অনুমতি নেওয়া হয়েছিল । কিন্তু 4 ঘণ্টা সময় লাগবে সেটা তাঁদের জানা ছিল না । শুটিং বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তিনি বলেন, "আমি সবার সামনে বলেই দিলাম প্যাক-আপ করে বেরিয়ে যেতে । তারপরেও কথা না শুনলে আইনত যা ব্যবস্থা হয় তা আমি নেব । "

কিন্তু তারপরও বন্ধ হয়নি শুটিং । হাসপাতাল আধিকারিকদের বক্তব্য, "CMO স্যার বলা সত্ত্বেও বন্ধ হয়নি শুটিং । এবার দায়িত্ব প্রশাসনের ।"

জলপাইগুড়ি, 29 মে : হাসপাতালের সামনে দীর্ঘ লাইন । চড়া রোদে, গরমে নাজেহাল রোগীসহ তাঁদের পরিবার । কিন্তু কেন? কারণ হাসপাতালের আউটডোর বন্ধ করে চলছে শুটিং । এখন প্রশ্ন হল হাসপাতালের আউটডোরের চিকিৎসা পরিষেবা বন্ধ করে কীভাবে সেখানে শুটিং-এর অনুমতি দিল জেলা স্বাস্থ্য বিভাগ ?

গত দু'দিন ধরে জলপাইগুড়িতে চলছে একটি বাংলা সিনেমার শুটিং । গতকাল রায়কত পাড়ার একটি বাড়িতে শুটিং হয়েছে । আজ সকাল থেকেই জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের আউটডোরে শুরু হয়েছে শুটিং-এর কাজ । আউটডোরে যেখানে সদ্যোজাত শিশুদের ও প্রসূতিদের টিকা দেওয়া হয় সেখানেই ঘর বন্ধ করে চলছে শুটিং-এর কাজ । হাসপাতাল চত্বরে শুটিং-ইউনিটের গাড়ি ও সরঞ্জাম থাকায় রোগী ও তাঁদের পরিজনদের দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই । এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এইভাবে শুটিং-এর অনুমতি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা ।

বিষয়টি সাংবাদিকদের তরফে অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়ালকে জানানো হলে তিনি বলেন, "আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম । আমি এখনই CMO স্যারের সঙ্গে কথা বলেছি । দ্রুত শুটিং বন্ধের নির্দেশ দিয়েছি । " সেইসঙ্গে তিনি জানান, চিকিৎসার মতো জরুরি সরকারি পরিষেবা বন্ধ রেখে এই ধরনের অনুমতি দেওয়া তো অনুচিত ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগন্নাথ সরকার জানান, শুটিং-এর জন্য তাঁদের কাছে 1 ঘণ্টার জন্য অনুমতি নেওয়া হয়েছিল । কিন্তু 4 ঘণ্টা সময় লাগবে সেটা তাঁদের জানা ছিল না । শুটিং বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তিনি বলেন, "আমি সবার সামনে বলেই দিলাম প্যাক-আপ করে বেরিয়ে যেতে । তারপরেও কথা না শুনলে আইনত যা ব্যবস্থা হয় তা আমি নেব । "

কিন্তু তারপরও বন্ধ হয়নি শুটিং । হাসপাতাল আধিকারিকদের বক্তব্য, "CMO স্যার বলা সত্ত্বেও বন্ধ হয়নি শুটিং । এবার দায়িত্ব প্রশাসনের ।"

Intro:nullBody:Byte adm & publicConclusion:null
Last Updated : May 30, 2019, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.