জলপাইগুড়ি, 28 ডিসেম্বর: রাজ্য সড়কে বুনো হাতির হামলা । হাতির হামলায় মৃত্যু হল সাইকেল আরোহীর ৷ কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন অপর সাইকেল আরোহী। মার্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার ডুয়ার্সের গয়েরকাটা এলকার নাথুয়া রাজ্য সড়কে ঘটেছে । মৃতের নাম অপরেশ সরকার ৷ তাঁর সঙ্গে থাক আর এক ব্যক্তি হরেকৃষ্ণ মৃধা কোনও পালিয়ে প্রাণে বেঁচেছেন ৷
স্থানয়ী সূত্রে খবর, দুই সাইকেল আরোহী পেশায় সবজি বিক্রেতা ৷ এদিন তাঁরা সাইকেলে করে নাথুয়া রাজ্য সড়ক দিয়ে বানারহাট ব্লকের দুরামারী থেকে গয়েরকাটা যাচ্ছিলেন ৷ সাইকেলে কিছু সবজি ছিল ৷ এই এলাকার উপর পরে মরাঘাট জঙ্গল ৷ হঠাৎই জঙ্গল থেকে রাস্তার উপর একটি হাতি উঠে আসে ৷ আক্রমণাত্নক গতিতে তেড়ে যায় দুই সাইকেল আরেহীর দিকে ৷ একজন আরোহী কোনওরকমে পালিয়ে বাঁচলেও, অপরজনের উপর হামলা চালায় হাতি ৷ বুনো হাতিটি ওই ব্যক্তিকে শুড়ে পেঁচিয়ে শুন্যে তুলে আছাড় মারে ৷ তারপর জঙ্গলের দিকে চলে যায় হাতিটি । গুরুতর আহত হয় ওই ব্যক্তি ৷ বেশ কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এবং বনকর্মীরা অপরেশ সরকারকে উদ্ধার করেন ৷ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷
মৃত ব্যক্তির সঙ্গী হরেকৃষ্ণ মৃধা বলেন, "গয়েরকাট হাটে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন তাঁরা ৷ হঠাৎ একটি হাতি তাদের দিকে তেড়ে আসে ৷ সাইকেল নিয়ে দ্রুত পালাতে গিয়ে তিনি পড়ে যান, তারপর কোনও মতে পালিয়ে যান ৷ অপরজনকে হাতিটি ফেলে দিয়ে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়।" মোরাঘাট রেঞ্জ অফিস সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । সরকারি নিয়ম অনুযায়ী যদি সড়কে এই ঘটনা ঘটে তাহলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে। এর আগেও হাতির হানায় প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ শিলিগুড়িতে বাইক আরোহীর উপর চড়াও হয়েছিল একটি হাতি ৷
আরও পড়ুন: