ETV Bharat / state

রাজ্য সড়কে হাতির তাণ্ডব, মত্যু সাইকেল আরোহীর - হাতির হামলায় মৃত্যু

Person Die by Elephant Attack: রাজ্য সড়কে হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর ৷ পালিয়ে প্রাণে বাঁচলেন অপর সাইকেল আরোহী । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের গয়েরকাটা এলাকায় ৷

Elephant Attack
হাতির হামলায় মত্যু সাইকেল আরোহীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 12:55 PM IST

Updated : Dec 28, 2023, 2:11 PM IST

হাতির তাণ্ডবে মত্যু সাইকেল আরোহীর

জলপাইগুড়ি, 28 ডিসেম্বর: রাজ্য সড়কে বুনো হাতির হামলা । হাতির হামলায় মৃত্যু হল সাইকেল আরোহীর ৷ কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন অপর সাইকেল আরোহী। মার্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার ডুয়ার্সের গয়েরকাটা এলকার নাথুয়া রাজ্য সড়কে ঘটেছে । মৃতের নাম অপরেশ সরকার ৷ তাঁর সঙ্গে থাক আর এক ব্যক্তি হরেকৃষ্ণ মৃধা কোনও পালিয়ে প্রাণে বেঁচেছেন ৷

স্থানয়ী সূত্রে খবর, দুই সাইকেল আরোহী পেশায় সবজি বিক্রেতা ৷ এদিন তাঁরা সাইকেলে করে নাথুয়া রাজ্য সড়ক দিয়ে বানারহাট ব্লকের দুরামারী থেকে গয়েরকাটা যাচ্ছিলেন ৷ সাইকেলে কিছু সবজি ছিল ৷ এই এলাকার উপর পরে মরাঘাট জঙ্গল ৷ হঠাৎই জঙ্গল থেকে রাস্তার উপর একটি হাতি উঠে আসে ৷ আক্রমণাত্নক গতিতে তেড়ে যায় দুই সাইকেল আরেহীর দিকে ৷ একজন আরোহী কোনওরকমে পালিয়ে বাঁচলেও, অপরজনের উপর হামলা চালায় হাতি ৷ বুনো হাতিটি ওই ব্যক্তিকে শুড়ে পেঁচিয়ে শুন্যে তুলে আছাড় মারে ৷ তারপর জঙ্গলের দিকে চলে যায় হাতিটি । গুরুতর আহত হয় ওই ব্যক্তি ৷ বেশ কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এবং বনকর্মীরা অপরেশ সরকারকে উদ্ধার করেন ৷ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷

মৃত ব্যক্তির সঙ্গী হরেকৃষ্ণ মৃধা বলেন, "গয়েরকাট হাটে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন তাঁরা ৷ হঠাৎ একটি হাতি তাদের দিকে তেড়ে আসে ৷ সাইকেল নিয়ে দ্রুত পালাতে গিয়ে তিনি পড়ে যান, তারপর কোনও মতে পালিয়ে যান ৷ অপরজনকে হাতিটি ফেলে দিয়ে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়।" মোরাঘাট রেঞ্জ অফিস সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । সরকারি নিয়ম অনুযায়ী যদি সড়কে এই ঘটনা ঘটে তাহলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে। এর আগেও হাতির হানায় প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ শিলিগুড়িতে বাইক আরোহীর উপর চড়াও হয়েছিল একটি হাতি ৷

আরও পড়ুন:

  1. চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো
  2. গজরাজের তাণ্ডবে পরপর মৃ্ত্যু! দুষ্ট হাতিদের বাগে আনতে সংশোধনাগার তৈরি করছে বন দফতর
  3. এবার কী হবে! বাড়িতে অতিথি, বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি

হাতির তাণ্ডবে মত্যু সাইকেল আরোহীর

জলপাইগুড়ি, 28 ডিসেম্বর: রাজ্য সড়কে বুনো হাতির হামলা । হাতির হামলায় মৃত্যু হল সাইকেল আরোহীর ৷ কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন অপর সাইকেল আরোহী। মার্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার ডুয়ার্সের গয়েরকাটা এলকার নাথুয়া রাজ্য সড়কে ঘটেছে । মৃতের নাম অপরেশ সরকার ৷ তাঁর সঙ্গে থাক আর এক ব্যক্তি হরেকৃষ্ণ মৃধা কোনও পালিয়ে প্রাণে বেঁচেছেন ৷

স্থানয়ী সূত্রে খবর, দুই সাইকেল আরোহী পেশায় সবজি বিক্রেতা ৷ এদিন তাঁরা সাইকেলে করে নাথুয়া রাজ্য সড়ক দিয়ে বানারহাট ব্লকের দুরামারী থেকে গয়েরকাটা যাচ্ছিলেন ৷ সাইকেলে কিছু সবজি ছিল ৷ এই এলাকার উপর পরে মরাঘাট জঙ্গল ৷ হঠাৎই জঙ্গল থেকে রাস্তার উপর একটি হাতি উঠে আসে ৷ আক্রমণাত্নক গতিতে তেড়ে যায় দুই সাইকেল আরেহীর দিকে ৷ একজন আরোহী কোনওরকমে পালিয়ে বাঁচলেও, অপরজনের উপর হামলা চালায় হাতি ৷ বুনো হাতিটি ওই ব্যক্তিকে শুড়ে পেঁচিয়ে শুন্যে তুলে আছাড় মারে ৷ তারপর জঙ্গলের দিকে চলে যায় হাতিটি । গুরুতর আহত হয় ওই ব্যক্তি ৷ বেশ কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এবং বনকর্মীরা অপরেশ সরকারকে উদ্ধার করেন ৷ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷

মৃত ব্যক্তির সঙ্গী হরেকৃষ্ণ মৃধা বলেন, "গয়েরকাট হাটে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন তাঁরা ৷ হঠাৎ একটি হাতি তাদের দিকে তেড়ে আসে ৷ সাইকেল নিয়ে দ্রুত পালাতে গিয়ে তিনি পড়ে যান, তারপর কোনও মতে পালিয়ে যান ৷ অপরজনকে হাতিটি ফেলে দিয়ে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়।" মোরাঘাট রেঞ্জ অফিস সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । সরকারি নিয়ম অনুযায়ী যদি সড়কে এই ঘটনা ঘটে তাহলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে। এর আগেও হাতির হানায় প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ শিলিগুড়িতে বাইক আরোহীর উপর চড়াও হয়েছিল একটি হাতি ৷

আরও পড়ুন:

  1. চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো
  2. গজরাজের তাণ্ডবে পরপর মৃ্ত্যু! দুষ্ট হাতিদের বাগে আনতে সংশোধনাগার তৈরি করছে বন দফতর
  3. এবার কী হবে! বাড়িতে অতিথি, বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি
Last Updated : Dec 28, 2023, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.