ETV Bharat / state

নাগরাকাটায় পরিযায়ী শ্রমিকের কোরোনা

author img

By

Published : Jun 3, 2020, 7:51 AM IST

জলপাইগুড়ির নাগরাকাটায় মিলল এক পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার খোঁজ ।তাঁকে COVID হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ছবি
ছবি

জলপাইগুড়ি, 3 মে : ফের 1 কোরোনা আক্রান্তের খোঁজ মিলল নাগরাকাটায় । এখানকার এক পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণের খবরে চাঞ্চল্য ছড়াল চা বলয়ে ।

সূত্রের খবর, নাগরাকাটার কোয়ারানটিন সেন্টারে থাকাকালীন ওই পরিযায়ী শ্রমিকের লালারস পরীক্ষা করতে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানেই তাঁর রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে ।

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে খবর কোরোনা আক্রান্তের খবর পাওয়ার পরেই তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালের COVID হাসপাতালে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে । এর আগে নাগরাকাটার হিলা চা বাগানের দু'জন পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণ পাওয়া যায় । এরপর নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া স্বাস্থ্য বিভাগের দুই জন নার্স ও একজন প্যারামেডিকেলের ছাত্রের কোরোনা ধরা পড়ে । এখনও পর্যন্ত নাগরাকাটা ব্লকে 6 জনের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ।

জলপাইগুড়ি, 3 মে : ফের 1 কোরোনা আক্রান্তের খোঁজ মিলল নাগরাকাটায় । এখানকার এক পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণের খবরে চাঞ্চল্য ছড়াল চা বলয়ে ।

সূত্রের খবর, নাগরাকাটার কোয়ারানটিন সেন্টারে থাকাকালীন ওই পরিযায়ী শ্রমিকের লালারস পরীক্ষা করতে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানেই তাঁর রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে ।

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে খবর কোরোনা আক্রান্তের খবর পাওয়ার পরেই তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালের COVID হাসপাতালে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে । এর আগে নাগরাকাটার হিলা চা বাগানের দু'জন পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণ পাওয়া যায় । এরপর নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া স্বাস্থ্য বিভাগের দুই জন নার্স ও একজন প্যারামেডিকেলের ছাত্রের কোরোনা ধরা পড়ে । এখনও পর্যন্ত নাগরাকাটা ব্লকে 6 জনের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.