ETV Bharat / state

One Horned Rhinoceros: গরুমারা-জলদাপাড়া শুধু নয়, এবার মহানন্দা ও বক্সার জঙ্গলেও মিলবে একশৃঙ্গ গণ্ডার - গরুমারা অভয়ারণ্য

মহানন্দা ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলেও থাকবে একশৃঙ্গ গণ্ডার । নিরাপত্তার স্বার্থে গড়ে তোলা হবে ওয়াচ-টাওয়ার ও পিলখানা ৷ কুনকি হাতি নিয়ে এলাকা ঘুরে দেখবেন নিরাপত্তাকর্মীরা ৷

Etv Bharat
এক শৃঙ্গ গণ্ডার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 8:00 AM IST

জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: এক শৃঙ্গ গণ্ডারের নতুন বিচরণ ভূমি হতে পারে মহানন্দা ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ৷ ইতিমধ্যেই গণ্ডারের নিরাপত্তার জন্য পিলখানা (হাতি থাকার জায়গা) ও প্রোটেকশান টাওয়ার তৈরি করা হয়েছে ৷ গণ্ডারের খাবারের জন্য লাগানো হচ্ছে ঘাস ৷ আরও বেশ কয়েকটি জায়গা এক শৃঙ্গ গণ্ডার রাখার জন্য চিহ্নিত করা হয়েছে ৷

এতদিন পর্যন্ত জলপাইগুড়ির গরুমারা ও আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানেই পাওয়া যেত এক শৃঙ্গ গন্ডার । জানা গিয়ছে, এবার কোচবিহার, আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি, জলদাপাড়া জাতীয় উদ্যানের নীলপাড়া, জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ধুপগুড়ির নাথুয়ার জঙ্গল, চাপড়ামারি অভয়ারণ্য ও গরুমারা জঙ্গলের মাঝের জঙ্গল এলাকায় এই এক শঙ্গ গণ্ডারের বাস ভূমি তৈরি করা হয়েছে । এছাড়া মহানন্দা অভয়ারণ্য গণ্ডারের বিচরণ ভূমির জন্য ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা । সেই কারণেই নিমতি, নীলপাড়া, নাথুয়া, মহানন্দাতে গণ্ডারের থাকার জন্য ঘাস লাগানোর কাজ শুরু হয়েছে । উল্লেখ্য, প্রায়শই দেখা যায় গরুমার জাতীয় উদ্যানের মেদলা এলাকা থেকে নাথুয়া এলাকাতে গণ্ডাররা চলে যায় ৷ তাই এবার পাকাপাকি ভাবে যাতে নাথুয়াতেই এক শৃঙ্গ গণ্ডারের থাকার জায়গা তৈরি করা হয়েছ ৷ সেইসঙ্গে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করতে স্থায়ী পিলখানা করা হচ্ছে ৷ সেখানে কুনকি হাতি রাখা হবে । সেই হাতি দিয়েও পেট্রোলিং করবেন বন কর্মীরা ।

আরও পড়ুন: সঙ্গীনি দখলের লড়াই ! মৃত এক শৃঙ্গ গণ্ডার

এই প্রসঙ্গেই, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানের পর এক শৃঙ্গ গণ্ডারের জন্য নতুন বিচরণ ভূমি তৈরি করা হয়েছে ৷ বেশ কয়েকটি আদর্শ বিচরণভূমির সন্ধান পাওয়া গিয়েছে ৷ তাঁর বক্তব্যের রেশ টেনেই উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর বলেন, "গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার থাকলেও বেশ কিছু এলাকাতে এখ শৃঙ্গ গণ্ডারের থাকার সম্ভাবনা আছে । গণ্ডারের বাস ভূমি তৈরি করছি । গণ্ডারের খাবারের জন্য ঘাস লাগানো হচ্ছে । প্রোটেকশন টাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে । বক্সা ব্যাঘ্র প্রকল্প,গরুমারা জাতীয় উদ্যান, মহানন্দা অভয়ারণ্য-সহ বিভিন্ন এলাকায় মোট 8টি প্রোটেকশন টাওয়ার করা হচ্ছে । আমরা লক্ষ্য করেছি গণ্ডার একটি জায়গা নিয় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে । সেখানেই থাকছে । তাই তাদের পছন্দের জায়গায়তেই থাকার ব্যবস্থা করা হচ্ছে ৷ " ৷

জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: এক শৃঙ্গ গণ্ডারের নতুন বিচরণ ভূমি হতে পারে মহানন্দা ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ৷ ইতিমধ্যেই গণ্ডারের নিরাপত্তার জন্য পিলখানা (হাতি থাকার জায়গা) ও প্রোটেকশান টাওয়ার তৈরি করা হয়েছে ৷ গণ্ডারের খাবারের জন্য লাগানো হচ্ছে ঘাস ৷ আরও বেশ কয়েকটি জায়গা এক শৃঙ্গ গণ্ডার রাখার জন্য চিহ্নিত করা হয়েছে ৷

এতদিন পর্যন্ত জলপাইগুড়ির গরুমারা ও আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানেই পাওয়া যেত এক শৃঙ্গ গন্ডার । জানা গিয়ছে, এবার কোচবিহার, আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি, জলদাপাড়া জাতীয় উদ্যানের নীলপাড়া, জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ধুপগুড়ির নাথুয়ার জঙ্গল, চাপড়ামারি অভয়ারণ্য ও গরুমারা জঙ্গলের মাঝের জঙ্গল এলাকায় এই এক শঙ্গ গণ্ডারের বাস ভূমি তৈরি করা হয়েছে । এছাড়া মহানন্দা অভয়ারণ্য গণ্ডারের বিচরণ ভূমির জন্য ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা । সেই কারণেই নিমতি, নীলপাড়া, নাথুয়া, মহানন্দাতে গণ্ডারের থাকার জন্য ঘাস লাগানোর কাজ শুরু হয়েছে । উল্লেখ্য, প্রায়শই দেখা যায় গরুমার জাতীয় উদ্যানের মেদলা এলাকা থেকে নাথুয়া এলাকাতে গণ্ডাররা চলে যায় ৷ তাই এবার পাকাপাকি ভাবে যাতে নাথুয়াতেই এক শৃঙ্গ গণ্ডারের থাকার জায়গা তৈরি করা হয়েছ ৷ সেইসঙ্গে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করতে স্থায়ী পিলখানা করা হচ্ছে ৷ সেখানে কুনকি হাতি রাখা হবে । সেই হাতি দিয়েও পেট্রোলিং করবেন বন কর্মীরা ।

আরও পড়ুন: সঙ্গীনি দখলের লড়াই ! মৃত এক শৃঙ্গ গণ্ডার

এই প্রসঙ্গেই, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানের পর এক শৃঙ্গ গণ্ডারের জন্য নতুন বিচরণ ভূমি তৈরি করা হয়েছে ৷ বেশ কয়েকটি আদর্শ বিচরণভূমির সন্ধান পাওয়া গিয়েছে ৷ তাঁর বক্তব্যের রেশ টেনেই উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর বলেন, "গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার থাকলেও বেশ কিছু এলাকাতে এখ শৃঙ্গ গণ্ডারের থাকার সম্ভাবনা আছে । গণ্ডারের বাস ভূমি তৈরি করছি । গণ্ডারের খাবারের জন্য ঘাস লাগানো হচ্ছে । প্রোটেকশন টাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে । বক্সা ব্যাঘ্র প্রকল্প,গরুমারা জাতীয় উদ্যান, মহানন্দা অভয়ারণ্য-সহ বিভিন্ন এলাকায় মোট 8টি প্রোটেকশন টাওয়ার করা হচ্ছে । আমরা লক্ষ্য করেছি গণ্ডার একটি জায়গা নিয় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে । সেখানেই থাকছে । তাই তাদের পছন্দের জায়গায়তেই থাকার ব্যবস্থা করা হচ্ছে ৷ " ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.