ETV Bharat / state

ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু জলপাইগুড়ির কৃষকের - দুর্ঘটনায় মৃত ট্রাক্টর চালক

ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করছিল জলপাইগুড়ির এক কৃষক । সেই সময় কাঁদায় ট্রাক্টরের একটি চাকা আটকে যায় । ট্রাক্টরের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়।

Jalpaiguri
Jalpaiguri
author img

By

Published : Jul 6, 2020, 7:22 PM IST

জলপাইগুড়ি, 6 জুলাই : জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু হল এক চালকের । নাম সোনারুল হক (21)। জলপাইগুড়ির বাহাদুর গ্রামপঞ্চায়েতের মতুয়াভিটা গ্রামের ঘটনা ।

বাড়ির পাশেই একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন সোনারুল হক । কাঁদায় ট্রাক্টরের একটি চাকা আটকে যায় । সোনারুল ট্রাক্টর থেকে নেমে দেখতে যান । সেই সময় ট্রাক্টরটি সোনারুলের উপর উলটে যায় । ট্রাক্টরের নিচে চাপা পড়া যান তিনি । স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টার পর সোনারুলকে উদ্ধার করলেও তাঁকে বাঁচানো যায়নি ।

আজ সোনারুলের মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

জলপাইগুড়ি, 6 জুলাই : জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু হল এক চালকের । নাম সোনারুল হক (21)। জলপাইগুড়ির বাহাদুর গ্রামপঞ্চায়েতের মতুয়াভিটা গ্রামের ঘটনা ।

বাড়ির পাশেই একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন সোনারুল হক । কাঁদায় ট্রাক্টরের একটি চাকা আটকে যায় । সোনারুল ট্রাক্টর থেকে নেমে দেখতে যান । সেই সময় ট্রাক্টরটি সোনারুলের উপর উলটে যায় । ট্রাক্টরের নিচে চাপা পড়া যান তিনি । স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টার পর সোনারুলকে উদ্ধার করলেও তাঁকে বাঁচানো যায়নি ।

আজ সোনারুলের মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.