জলপাইগুড়ি, 19 জুন: জলপাইগুড়ি শহরে কোরোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। শহরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যু হয়।
জলপাইগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। কোরোনা সংক্রমণে মৃত্যুর পরেই জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ওই এলাকায় স্যানিটাইজ়েশনের কাজ শুরু করা হয়।
জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, “আমাদের শহরের এক বৃদ্ধ অন্যান্য উপসর্গ নিয়ে জলপাইগুড়ি কোভিড হাসপাতালের সারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। আজ তিনি সেখানেই মারা গেছেন। তাঁর কোভিড টেস্ট পজ়িটিভ এসেছে। খবর পাওয়ার পরই তাঁর বাড়ি কনটেইনমেন্ট জ়োন করে দেওয়া হয়েছে। বৃদ্ধের পরিবারকে মৃতদেহ দেওয়া হবে না। তাঁর মৃতদেহ পরিবারকে দেখানো হবে । এবং সাহুডাঙ্গির শ্মশানে বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা তাঁর বাড়ির চারপাশের এলাকার স্যানিটাইজ় করে দিয়েছি।”
অপরদিকে, উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “বৃদ্ধ অন্যান্য উপসর্গ নিয়ে সারি হাসপাতালে ভরতি ছিলেন । তাঁকে এখান থেকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাঁর দেহে কোরোনার ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।”