ETV Bharat / state

Leopard Attack: কিলকট চা বাগানে চিতাবাঘের হামলায় আহত বৃদ্ধ - চিতাবাঘের হামলা

কিলকট চা বাগানে চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক বৃদ্ধ । তাঁর ডান পায়ে চোট লেগেছে ৷ তবে চা বাগানে এই ঘটনা নতুন হয় ৷ আগেও একই ঘটনা ঘটেছে ৷

Leopard Attack villagers
চিতাবাঘের আক্রমণ
author img

By

Published : May 2, 2023, 10:50 PM IST

কিলকট চা বাগানে চিতাবাঘের হামলায় জখম বৃদ্ধ

জলপাইগুড়ি, 2 মে: চা বাগানে ফের চিতাবাঘের হামলার ঘটনা ঘটল । এবার চিতাবাঘের আক্রমণে জখম হয়েছেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাটিয়ালী ব্লকের কিলকট চা বাগানের 9 নম্বর সানসানে । চিতাবাঘের আক্রমণে আহত বৃদ্ধের নাম জাক্রু মাহালী । বয়স 70 বছর ৷ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে চালসা মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । তিনি সুস্থ রয়েছেন ৷

গত মাসেই কিলকট চা বাগানে বাইসনের আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছিল । এরপর আবার চিতাবাঘের আক্রমণের ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা চা বাগানে । ঘটনাস্থলে বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা চিতাবাঘ ধরার জন্য খাঁচাপাতার তোড়জোড় শুরু করেছে । স্থানীয়রা জানিয়েছেন, চা বাগানে গবাদি পশুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন 70 বছরের বৃদ্ধ জাক্রু মাহালী । এ দিন কিলকট চা বাগানের 9 নম্বর সাকসানে ঘাস কাটছিলেন তিনি । ঘাস কাটার সময় বাগানে ভেতরে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ হঠাৎই বেড়িয়ে এসে বৃদ্ধকে আক্রমণ করে ।

চিতাবাঘের আক্রমণে বৃদ্ধের ডান পায়ে আঘাত লাগে । ঘটনার পরই চিৎকারে শুরু করেন তিনি । তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যায় ৷ তারা গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে । আহত অবস্থায় তাঁকে চালসা মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এ দিকে চিতাবাঘ ধরার জন্য বাগানে খাঁচা পাতার দাবি জানিয়েছেন চা শ্রমিকেরা । যদিও বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর । তবে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে একের পর এক চিতাবাঘের আক্রমণের ঘটনা নিত্যদিন ঘটেই চলেছে । এর জেরেই আতঙ্কিত সেখানকার মানুষজন ৷ আর এদিনের ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়াল বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: পরিবারের সামনে দিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ

কিলকট চা বাগানে চিতাবাঘের হামলায় জখম বৃদ্ধ

জলপাইগুড়ি, 2 মে: চা বাগানে ফের চিতাবাঘের হামলার ঘটনা ঘটল । এবার চিতাবাঘের আক্রমণে জখম হয়েছেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাটিয়ালী ব্লকের কিলকট চা বাগানের 9 নম্বর সানসানে । চিতাবাঘের আক্রমণে আহত বৃদ্ধের নাম জাক্রু মাহালী । বয়স 70 বছর ৷ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে চালসা মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । তিনি সুস্থ রয়েছেন ৷

গত মাসেই কিলকট চা বাগানে বাইসনের আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছিল । এরপর আবার চিতাবাঘের আক্রমণের ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা চা বাগানে । ঘটনাস্থলে বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা চিতাবাঘ ধরার জন্য খাঁচাপাতার তোড়জোড় শুরু করেছে । স্থানীয়রা জানিয়েছেন, চা বাগানে গবাদি পশুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হন 70 বছরের বৃদ্ধ জাক্রু মাহালী । এ দিন কিলকট চা বাগানের 9 নম্বর সাকসানে ঘাস কাটছিলেন তিনি । ঘাস কাটার সময় বাগানে ভেতরে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ হঠাৎই বেড়িয়ে এসে বৃদ্ধকে আক্রমণ করে ।

চিতাবাঘের আক্রমণে বৃদ্ধের ডান পায়ে আঘাত লাগে । ঘটনার পরই চিৎকারে শুরু করেন তিনি । তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যায় ৷ তারা গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে । আহত অবস্থায় তাঁকে চালসা মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এ দিকে চিতাবাঘ ধরার জন্য বাগানে খাঁচা পাতার দাবি জানিয়েছেন চা শ্রমিকেরা । যদিও বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর । তবে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে একের পর এক চিতাবাঘের আক্রমণের ঘটনা নিত্যদিন ঘটেই চলেছে । এর জেরেই আতঙ্কিত সেখানকার মানুষজন ৷ আর এদিনের ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়াল বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: পরিবারের সামনে দিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.