জলপাইগুড়ি, 29 এপ্রিল: নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ (Jalpaiguri Child molestation)। দুদিন আগে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক বৃদ্ধের বিরুদ্ধে । ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত । তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল মহিলা থানার পুলিশ । বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় (old man arrested in Child molestation case)৷
অভিযোগ, 25 তারিখ দুপুরে নাবালিকার মা বাড়ির পাশেই পাট ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন ৷ সেই সময় নাবালিকা রান্না করছিল । বাবা মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই বৃদ্ধ রান্নাঘরে ঢুকে যায় । সে নাবালিকার শ্লীলতাহানি করার চেস্টা করে বলে অভিযোগ । নাবালিকার চিৎকার শুনে তার মা ছুটে এসে বৃদ্ধকে ধরার চেস্টা করেন । সেই সময় বৃদ্ধের সঙ্গে নাবালিকার মায়ের হাতাহাতি হয় । তখনই বাড়ির বেড়া ভেঙে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ ৷
আরও পড়ুন: Siliguri Molestation : ভরা বাজারে ছাত্রের স্ত্রীর শ্লীলতাহানি ! শিলিগুড়িতে গ্রেফতার স্কুল শিক্ষক
জলপাইগুড়ি (Jalpaiguri news) মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ । বৃহস্পতিবার পুলিশ লাইনে জলপাইগুড়ি মহিলা থানার ওসি ডিনা গুরুংকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত ৷ তিনি জানান, "আমরা নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় তদন্তে নেমে যগো বর্মনকে গ্রেফতার করেছি । অভিযুক্ত ব্যক্তি খড়িবাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করছিল । তাকে জেলার সীমানা এলাকায় গ্রেফতার করা হয় । শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে ।"