জলপাইগুড়ি, 12 জুন: মানুষ মানুষের পাশে দাঁড়াল! লকডাউনে ভালো নেই বঙ্গরত্ন মঙ্গলাকান্ত রায়-ETV ভারতে এই খবর প্রকাশের পরপরই সারিঞ্জাবাদক মঙ্গলাকান্ত রায়কে সাহায্য করতে এগিয়ে এল অনেকেই ৷ প্রবীণ শিল্পীকে সাহায্য করবেন বলে জানিয়েছেন আরেক বঙ্গরত্ন প্রেমদরজি ভুটিয়া৷ তেমনই জলপাইগুড়ির দুই স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াল দুস্থ শিল্পীর৷ এই ঘটনায় আজ ETV ভারতকে ধন্যবাদ জানান বঙ্গরত্ন মঙ্গলাকান্ত রায়। অন্যদিকে ETV ভারতের খবর দেখেই যে বঙ্গরত্নকে সাহায্য করতে এগিয়ে এলেন তাঁরা, তা জানালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও৷ ETV ভারতকে ধন্যবাদ জানালেন মঙ্গলাকান্ত রায়ের স্ত্রী চম্পা রায়ও।
ময়নাগুড়ির সারিঞ্জাবাদক মঙ্গলাকান্ত রায় বঙ্গরত্ন সম্মান পান 2017 সালে। এরপর মাঝেমাঝে সরকারি অনুষ্ঠান করতেন৷ কিন্তু, বর্তমানে সেইসব অনুষ্ঠান বন্ধ৷ ফলে রোজগারও নেই। বাধ্য হয়ে ভিক্ষে করে খেতে হয়েছে কৃতী শিল্পীকে৷ এমনকী লকডাউনে ভিক্ষাও মিলছে না বলে জানান তিনি। ময়নাগুড়ির আমগুড়িগ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ির বাসিন্দা প্রখ্যাত সারিঞ্জাবাদক বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন৷ স্থানীয় বা জেলা প্রশাসন তাঁর খোঁজ নেয় না বলে অভিযোগ করেন তিনি৷ ভাঙা বাড়িতেই কোনওরকমে দিনযাপন করছেন। এরই মধ্য়ে বুধবার সারিঞ্জাবাদক মঙ্গলাকান্ত রায়কে নিয়ে ETV ভারতে একটি সংবাদ প্রকাশিত হয়৷ তারপরই উত্তরবঙ্গের স্বনামধন্য বঙ্গরত্ন ডাক্তার প্রেমদরজি ভুটিয়া ETV ভারতকে ফোন করে জানান, মঙ্গলাকান্ত রায়কে সাহায্য করবেন তিনি। এমনকী তাঁর ভাঙা বাড়ি মেরামত করে দেবেন বলেও জানান তিনি৷ খুব তাড়াতাড়ি তিনি শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁর পাশে দাঁড়াবেন বলে জানান ডাক্তার প্রেমদরজি ভুটিয়া। পাশাপাশি দুটি স্বেচ্ছাসেবী সংগঠনও জানায় শিল্পীর পাশে দাঁড়াবে৷ কথা রাখল তারা৷ আজ স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ি ও প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাল, ডাল, আটা, তেল, দুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হল শিল্পীকে।
গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস বলেন, "ETV ভারতের লিঙ্ক দেখি, বঙ্গরত্ন লকডাউনের মাঝে খুব খারাপ অবস্থায় আছেন। মঙ্গলাকান্ত রায়কে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করলাম৷ আগামীদিনেও তাঁর পাশে থাকব।"
অঙ্কুর দাস আরও বলেন, "সরকারকে উদার হতে হবে, তা না হলে এই মানুষগুলি বাঁচবেন না।"
সারিঞ্জা শিল্পী মঙ্গলাকান্ত রায় বলেন, "ETV-তে খবর প্রচার হওয়ার পরে অনেকেই আমাকে সাহায্য করতে আসছে। আজ যা সাহায্য পেলাম তা আমরা কিনতে পারব না। ETV-র জন্যই আমার খোঁজ নিচ্ছে অনেকে।"
মঙ্গলাকান্ত রায়ের স্ত্রী চম্পা রায় বলেন, "খবরের জন্যই আমাদের সাহায্যের জন্য অনেকে এল। কতদিন আগে এসব জিনিসপত্র কিনেছি জানি না।"