জলপাইগুড়ি, 24 জুলাই : পরিষেবা না পেয়ে কোভিড হাসপাতালের বাইরে বেরিয়ে এল কোরোনায় আক্রান্তরা ৷ ঘটনা জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালের । শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল ভবনের বাইরে আসেন বিক্ষুব্ধ রোগীরা ৷ তাঁরা সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সমস্যার কথা জানান । যদিও তাতে কোনও লাভ হয়নি বলে অভিযোগ ।
আজ সন্ধ্যায় বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালের রোগীরা হাসপাতালে জল নেই বলে অভিযোগ জানান ৷ হাসপাতাল ভবনের বাইরে চলে আসেন তাঁরা ৷ মূল গেটের সামনে এসে হাসাপাতালের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন । এরপর জলপাইগুড়ি থানা থেকে পুলিশ আসে । পুলিশকর্মীরা দূর থেকেই কোরোনা আক্রান্তদের বোঝানোর চেষ্টা করেন । এরপর গেটে তালা দিয়ে দেয় পুলিশ । আক্রান্তদের অভিযোগ, হাসপাতালে ন্যূনতম ব্যবস্থা নেই৷ জল নেই সকাল থেকে ৷ সে কথা জানানোর পরেও ব্যবস্থা নেওয়া হয়নি ।
এক রোগীর কথায়, ''নিরুপায় হয়ে বাইরে বেরিয়ে অভিযোগ করছি । আমরা স্নান করিনি, শৌচাগারে যেতে পারছি না ৷ এই হাসপাতালে শিশুরাও রয়েছে । বাইরে বের হলে অন্তত জলটা পাব ৷ তাই বের হয়েছি ।''
জলপাইগুড়ি থানার তরফে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে ঝামেলা মেটে ৷ রোগীরা হাসপাতাল ভবনে ফিরে যান ৷ এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।