জলপাইগুড়ি, 17 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত হওয়া উচিত । দোষীদের খুঁজে বের করে সাজা দেওয়া দরকার ৷ এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । বৃহস্পতিবার ধূপগুড়ি বিধানসভার উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে মনোনয়ন জমা দিতে আসনে তিনি ৷ সেসময় যাদবপুরকাণ্ড নিয়ে মন্তব্য করেন কোচবিহারের বিজেপি সাংসদ ।
ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে বারমুলায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে ৷ তাঁর সমর্থনে ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এদিন ৷ এই শোভাযাত্রায় প্রার্থীকে নিয়ে জেলাশাসকের দফতরে যান বিজেপির বিধানসভার চিফ হুইপ মনোজ টিজ্ঞা, দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, দিপক বর্মন, জেলা সভাপতি বাপী গোস্বামী । পরে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশীথ বলেন, "ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী । সাধারণ মানুষ আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন । রাজ্যজুড়ে যেভাবে গণতন্ত্র হত্যা চলছে তার জবাব দেবেন ধুপগুড়ির মানুষ ।" তাঁর কথায়, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ও বিধানসভার নির্বাচন একদমই আলাদা । জলপাইগুড়ি সব দলের একটা ঐতিহ্য আছে । সবাই সবাইকে ভোট দিতে দেবেন এটাই আশা করা হচ্ছে । প্রার্থীর পাশে সবাইয়ের দাঁড়ানো উচিৎ ৷ তাই মনোনয়ন জমা দিতে সবাই এসেছেন । এ দিকে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী তাপসী রায় ৷ তিনি বলেন, "বিজেপি আমাকে প্রার্থী করবে ভাবতেই পারিনি । জেতার বিষয়ে আশাবাদী আমি ৷"
আরও পড়ুন: ধূপগুড়ির উপনির্বাচনে বিজেপি প্রার্থী বারামুলায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়
যাদবপুরকাণ্ড নিয়ে তিনি বলেন, "যেকোনও মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যজনক । চাইব ঘটনার সঠিক তদন্ত হোক । বিশ্ববিদ্যালয়ের যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার পেছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করে সাজা দেওয়া উচিত ৷"