ETV Bharat / state

জলপাইগুড়িতে 4 স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত 7 - জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত 4 স্বাস্থ্যকর্মী

জলপাইগুড়িতে নতুন করে 7 জন কোরোনা আক্রান্ত হলেন৷ এদের মধ্যে 2 জন নার্স সহ 4 জন স্বাস্থ্যকর্মী৷ আক্রান্তদের জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোরোনা চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয়েছে৷ জানাল জেলা স্বাস্থ্য দপ্তর৷

Newly corona infected 7 in Jalpaiguri
জলপাইগুড়িতে আক্রান্ত 7
author img

By

Published : Jun 6, 2020, 2:53 AM IST

জলপাইগুড়ি, 5 জুন: জলপাইগুড়িতে নতুন করে 7 জন কোরোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 2 জন নার্স সহ 4 জন স্বাস্থ্যকর্মী৷ এর আগে ময়নাগুড়ির এক আশাকর্মী ও কলকাতা ফেরত এক নার্সিং ছাত্রীর কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল। নতুন করে আরও 4 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন আক্রান্ত 4 জন স্বাস্থ্যকর্মীর মধ্যে 2 জন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের নার্স৷ একজন বল্ক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বড়বাবু এবং আরও একজন সাধারণ স্বাস্থ্যকর্মী৷ নতুন করে জেলার নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ চিন্তিত স্বাস্থ্য দপ্তরও৷

উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, "স্বাস্থ্য দপ্তরের 4 জনের কোরোনা সংক্রমণ হয়েছে। তাঁদের জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভরতি করার নির্দেশ দেওয়া হয়েছে।"

এদিকে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কিছু সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ আজ যার রিপোর্ট আসার পর 3 জন সংক্রমিত বলে জানা গিয়েছে। যদিও, উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় আজ 4 জনের কোরোনা সংক্রমণের কথাই বলেন।

জলপাইগুড়ি, 5 জুন: জলপাইগুড়িতে নতুন করে 7 জন কোরোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 2 জন নার্স সহ 4 জন স্বাস্থ্যকর্মী৷ এর আগে ময়নাগুড়ির এক আশাকর্মী ও কলকাতা ফেরত এক নার্সিং ছাত্রীর কোরোনা সংক্রমণ ধরা পড়েছিল। নতুন করে আরও 4 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন আক্রান্ত 4 জন স্বাস্থ্যকর্মীর মধ্যে 2 জন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের নার্স৷ একজন বল্ক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বড়বাবু এবং আরও একজন সাধারণ স্বাস্থ্যকর্মী৷ নতুন করে জেলার নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ চিন্তিত স্বাস্থ্য দপ্তরও৷

উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, "স্বাস্থ্য দপ্তরের 4 জনের কোরোনা সংক্রমণ হয়েছে। তাঁদের জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভরতি করার নির্দেশ দেওয়া হয়েছে।"

এদিকে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কিছু সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ আজ যার রিপোর্ট আসার পর 3 জন সংক্রমিত বলে জানা গিয়েছে। যদিও, উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় আজ 4 জনের কোরোনা সংক্রমণের কথাই বলেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.