ETV Bharat / state

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে - চিকিৎসার গাফিলতি

Newborn Death in Jalpaiguri Medical College: চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে ফের উত্তেজনা সরকারি হাসপাতালে ৷ এবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল ৷ নবজাতকের মৃত্যুকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর ৷

Jalpaiguri Medical College
সদ্যোজাতর মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 10:09 PM IST

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ

জলপাইগুড়ি, 6 জানুয়ারি: চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাবে । শনিবার শিশুটির মৃত্যুর খবর শুনে বারে বারে জ্ঞান হারিয়ে ফেলেন প্রসূতির আত্মীয়া । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি চিকিৎসক কল্যাণ খাঁ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের 2 নম্বর গাদং গ্রাম পঞ্চায়েত শালবাড়ির বাসিন্দা বুলবুল রহমান ৷ তাঁর পুত্রবধূ সাবিনা ইয়াসমিনকে গত বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার এণ্ড চাইল্ড হাবে প্রসব যন্ত্রনা নিয়ে ভরতি করা হয় । শুক্রবার সকালে পেশায় শিক্ষিকা সাবিনার সন্তানের জন্ম দেন ৷ কিন্তু জন্মের পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ৷ চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ঘটনার পর হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা । মাদার এন্ড চাইল্ড হাবের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন সাবিনার পরিবারের লোকেরা ।

মৃত শিশুর বাবা আবুল কালাম আজাদ বলেন, 26 ডিসেম্বর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে স্ত্রীর চেকআপের জন্য নিয়ে গিয়েছিলাম । তারপর সেখান থেকে স্ত্রীকে জলপাইগুড়ি মাদার এন্ড চাইল্ড হাবে স্থানান্তরিত করা হয় । 27 ডিসেম্বর হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয় । এরপর গত 4 জানুয়ারি ফের সাবিনাকে মাদার এন্ড চাইল্ড হাবে ভরতি করা হয় । আজ সকালে শিশুর জন্ম দেন স্ত্রী ৷ তবে সন্তানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।

আবুলের অভিযোগ, "চিকিৎসকদের গাফিলতিতে আমার সন্তানের মৃত্যু হয়েছে ৷ আজ আমার সঙ্গে যা হল আর যেন কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে । কুকুরের মত ব্যবহার করা হয় এই সরকারি হাসপাতালে । সবেতেই টাকা দিতে হয় । সিজারের জন্য গ্লাভস আনতে বা লিফটে রোগীকে নিয়ে যেতেও টাকা চাওয়া হয় ৷ সরকারি হাসপাতাল হলেও টাকা ছাড়া কিছুই হয় না এখানে । সন্তানের মৃত্যুতে আমি লিখিত অভিযোগ দায়ের করব ।"

মৃত শিশুর দাদু বুলবুল রহমানের কথায়, "কত আশা নিয়ে সরকারি হাসপাতালে ভরতি করিয়েছিলাম বউমাকে । কিন্তু সব শেষ হয়ে গেল । সরকার এত সুযোগসুবিধা দিচ্ছে কিন্তু হাসপাতালের কর্মী ও ডাক্তাররা পরিষেবা ঠিক দিচ্ছে না বলেই আমরা ভুক্তভোগী হচ্ছি । আমি সরকারের কাছে ও থানায় অভিযোগ জানাব । যারা চিকিৎসার গাফিলতির সঙ্গে জড়িতে আমি তাদের কঠোর শাস্তি চাই ।" সাবিনা পারভিনের জা আর্জিনা বেগম অভিযোগ করেন, বারবার নার্সদের সাবিনাকে দেখার জন্য অনুরোধ করেছিলাম । তারা কথা শোনেনি ৷ ডাক্তারকেও ডাকেননি ৷ এর ফলে পেটেই বাচ্চাটি মারা গেল ।

আরও পড়ুন:

  1. চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে
  2. ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আসানসোলে চিকিৎসকের বাড়িতে ভাঙচুর
  3. চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত যুবকের, হাসপাতালে এসে নালিশ অগ্নিমিত্রার

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ

জলপাইগুড়ি, 6 জানুয়ারি: চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাবে । শনিবার শিশুটির মৃত্যুর খবর শুনে বারে বারে জ্ঞান হারিয়ে ফেলেন প্রসূতির আত্মীয়া । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি চিকিৎসক কল্যাণ খাঁ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের 2 নম্বর গাদং গ্রাম পঞ্চায়েত শালবাড়ির বাসিন্দা বুলবুল রহমান ৷ তাঁর পুত্রবধূ সাবিনা ইয়াসমিনকে গত বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার এণ্ড চাইল্ড হাবে প্রসব যন্ত্রনা নিয়ে ভরতি করা হয় । শুক্রবার সকালে পেশায় শিক্ষিকা সাবিনার সন্তানের জন্ম দেন ৷ কিন্তু জন্মের পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ৷ চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ঘটনার পর হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা । মাদার এন্ড চাইল্ড হাবের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন সাবিনার পরিবারের লোকেরা ।

মৃত শিশুর বাবা আবুল কালাম আজাদ বলেন, 26 ডিসেম্বর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে স্ত্রীর চেকআপের জন্য নিয়ে গিয়েছিলাম । তারপর সেখান থেকে স্ত্রীকে জলপাইগুড়ি মাদার এন্ড চাইল্ড হাবে স্থানান্তরিত করা হয় । 27 ডিসেম্বর হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয় । এরপর গত 4 জানুয়ারি ফের সাবিনাকে মাদার এন্ড চাইল্ড হাবে ভরতি করা হয় । আজ সকালে শিশুর জন্ম দেন স্ত্রী ৷ তবে সন্তানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।

আবুলের অভিযোগ, "চিকিৎসকদের গাফিলতিতে আমার সন্তানের মৃত্যু হয়েছে ৷ আজ আমার সঙ্গে যা হল আর যেন কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে । কুকুরের মত ব্যবহার করা হয় এই সরকারি হাসপাতালে । সবেতেই টাকা দিতে হয় । সিজারের জন্য গ্লাভস আনতে বা লিফটে রোগীকে নিয়ে যেতেও টাকা চাওয়া হয় ৷ সরকারি হাসপাতাল হলেও টাকা ছাড়া কিছুই হয় না এখানে । সন্তানের মৃত্যুতে আমি লিখিত অভিযোগ দায়ের করব ।"

মৃত শিশুর দাদু বুলবুল রহমানের কথায়, "কত আশা নিয়ে সরকারি হাসপাতালে ভরতি করিয়েছিলাম বউমাকে । কিন্তু সব শেষ হয়ে গেল । সরকার এত সুযোগসুবিধা দিচ্ছে কিন্তু হাসপাতালের কর্মী ও ডাক্তাররা পরিষেবা ঠিক দিচ্ছে না বলেই আমরা ভুক্তভোগী হচ্ছি । আমি সরকারের কাছে ও থানায় অভিযোগ জানাব । যারা চিকিৎসার গাফিলতির সঙ্গে জড়িতে আমি তাদের কঠোর শাস্তি চাই ।" সাবিনা পারভিনের জা আর্জিনা বেগম অভিযোগ করেন, বারবার নার্সদের সাবিনাকে দেখার জন্য অনুরোধ করেছিলাম । তারা কথা শোনেনি ৷ ডাক্তারকেও ডাকেননি ৷ এর ফলে পেটেই বাচ্চাটি মারা গেল ।

আরও পড়ুন:

  1. চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে
  2. ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আসানসোলে চিকিৎসকের বাড়িতে ভাঙচুর
  3. চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত যুবকের, হাসপাতালে এসে নালিশ অগ্নিমিত্রার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.