ETV Bharat / state

প্রকল্প চা সুন্দরী : আবাসন পাবেন চা শ্রমিকরা - রাজ্য বাজেট 2020

ঘোষণা হল চা সুন্দরী প্রকল্পের ৷ এই প্রকল্পে গৃহহীন চা শ্রমিকরা পাবেন আবাসন ৷ আজকের বাজেটে এই ঘোষণার পর থেকে আশায় বুক বাঁধতে শুরু করেছে ডুয়ার্সের চা বলয় ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 10, 2020, 6:33 PM IST

Updated : Feb 10, 2020, 11:59 PM IST

জলপাইগুড়ি, 10 ফেব্রুয়ারি : রাজ্যে কর্ম সংস্থান বাড়াতে আগামী তিন বছরের মধ্যে রাজ্যের একাধিক এলাকায় 100 টি নতুন MSME পার্ক গঠনের প্রস্তাব গৃহীত হল ৷ ঘোষণা হল চা সুন্দরী প্রকল্পেরও ৷ চা বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য তৈরি হবে স্থায়ী আবাসন ৷ আজকের বাজেট সংক্রান্ত ভাষণে অমিত মিত্র চা বাগানগুলির গৃহহীন শ্রমিকদের জন্য আবাসন গঠনের প্রস্তাব পাঠ করলেন ৷

আজ বিধানসভায় অমিত মিত্র বাজেট সংক্রান্ত ভাষণ পাঠের পর আজ সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানান, চা বাগানগুলির পুরোনো কর্মীরা আগে থেকেই জমির পাট্টা পেয়ে গেছেন ৷ ফলে নতুন কর্মীদের জমি পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয় ৷ চা বাগানের ওইসব গৃহহীন কর্মীরা যাতে মাথা গোঁজার ঠাঁই পায়, সেই কারণেই এই নতুন প্রকল্পের কথা ভাবা হয়েছে বলেই সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী ৷

রাজ্য বাজেটে খুশির খবর চা বলয়ের জন্য

দীর্ঘদিন ধরে ধুঁকছে ডুয়ার্সের চা বলয়গুলি ৷ বন্ধ হয়ে রয়েছে একাধিক চা বাগান ৷ দু'বেলা ঠিকমতো খাবারও পায় না চা বাগানের শ্রমিকদের একটা বড় অংশ ৷ মাথা গোঁজার ঠাঁইও নেই অনেকের ৷ এই পরিস্থিতিতে গৃহহীন শ্রমিকদের জন্য নতুন আবাসন তৈরির প্রস্তাবে খুশি চা বাগানের শ্রমিকরাও ৷

নতুন এই প্রকল্পে গৃহহীন চা শ্রমিকদের আবাসনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে ৷ এমন ঘোষনার পর আশার আলো দেখছে উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকরা । ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিক মিলফিরিজ ওড়াও, পুতুল রায়, অমিত ওড়াওরা জানিয়েছেন, "আমাদের বাড়ি ঘর ঠিকমতো নেই । বাগান থেকে সবাইকে বাড়ি দেওয়া হয় না । অনেকের বাড়ি ভাঙা, খুব কষ্টের মধ্যে দিয়ে আছি । সরকার থেকে যদি বাড়ি বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব ।"

তবে একইসঙ্গে প্রশ্ন উঠছে, প্রকল্পের বাস্তব রূপায়ণ নিয়েও ৷ যাদের সত্যিই বাড়ির দরকার, তারা যেন বঞ্চিত না হন সরকারের এই প্রকল্প থেকে ৷ এমন কথাও বলছেন চা বাগান শ্রমিকদের একাংশ ৷

জলপাইগুড়ি, 10 ফেব্রুয়ারি : রাজ্যে কর্ম সংস্থান বাড়াতে আগামী তিন বছরের মধ্যে রাজ্যের একাধিক এলাকায় 100 টি নতুন MSME পার্ক গঠনের প্রস্তাব গৃহীত হল ৷ ঘোষণা হল চা সুন্দরী প্রকল্পেরও ৷ চা বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য তৈরি হবে স্থায়ী আবাসন ৷ আজকের বাজেট সংক্রান্ত ভাষণে অমিত মিত্র চা বাগানগুলির গৃহহীন শ্রমিকদের জন্য আবাসন গঠনের প্রস্তাব পাঠ করলেন ৷

আজ বিধানসভায় অমিত মিত্র বাজেট সংক্রান্ত ভাষণ পাঠের পর আজ সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানান, চা বাগানগুলির পুরোনো কর্মীরা আগে থেকেই জমির পাট্টা পেয়ে গেছেন ৷ ফলে নতুন কর্মীদের জমি পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয় ৷ চা বাগানের ওইসব গৃহহীন কর্মীরা যাতে মাথা গোঁজার ঠাঁই পায়, সেই কারণেই এই নতুন প্রকল্পের কথা ভাবা হয়েছে বলেই সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী ৷

রাজ্য বাজেটে খুশির খবর চা বলয়ের জন্য

দীর্ঘদিন ধরে ধুঁকছে ডুয়ার্সের চা বলয়গুলি ৷ বন্ধ হয়ে রয়েছে একাধিক চা বাগান ৷ দু'বেলা ঠিকমতো খাবারও পায় না চা বাগানের শ্রমিকদের একটা বড় অংশ ৷ মাথা গোঁজার ঠাঁইও নেই অনেকের ৷ এই পরিস্থিতিতে গৃহহীন শ্রমিকদের জন্য নতুন আবাসন তৈরির প্রস্তাবে খুশি চা বাগানের শ্রমিকরাও ৷

নতুন এই প্রকল্পে গৃহহীন চা শ্রমিকদের আবাসনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে ৷ এমন ঘোষনার পর আশার আলো দেখছে উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকরা । ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিক মিলফিরিজ ওড়াও, পুতুল রায়, অমিত ওড়াওরা জানিয়েছেন, "আমাদের বাড়ি ঘর ঠিকমতো নেই । বাগান থেকে সবাইকে বাড়ি দেওয়া হয় না । অনেকের বাড়ি ভাঙা, খুব কষ্টের মধ্যে দিয়ে আছি । সরকার থেকে যদি বাড়ি বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব ।"

তবে একইসঙ্গে প্রশ্ন উঠছে, প্রকল্পের বাস্তব রূপায়ণ নিয়েও ৷ যাদের সত্যিই বাড়ির দরকার, তারা যেন বঞ্চিত না হন সরকারের এই প্রকল্প থেকে ৷ এমন কথাও বলছেন চা বাগান শ্রমিকদের একাংশ ৷

Intro:চা শ্রমিকদের জন্য আবাসন বানিয়ে দেবে সরকার।খুশি কে বলয়।


Body:চা শ্রমিকদের জন্য আবাসন বানিয়ে দেবে সরকার।খুশি কে বলয়।


Conclusion:চা শ্রমিকদের জন্য আবাসন বানিয়ে দেবে সরকার।খুশি কে বলয়।
Last Updated : Feb 10, 2020, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.