জলপাইগুড়ি, 11 মে: বন দফতরের কোনও আধিকারিক বা কর্মী তাঁদের কাজ সম্পর্কিত কোনও ছবি বা ভিডিয়ো আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না (Forest department advisory)। সে রকম কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করতে হলে তাঁদের স্ক্রিনিং কমিটির অনুমতি নিতে হবে । নয়া নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে ৷
রাজ্যের অরণ্য ভবন সূত্রে একটি নির্দেশিকা জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে, রাজ্যের মুখ্য বনপাল বা হেড অব দ্য ফরেস্ট ফোর্স(HOFF)-এর অনুমতি ছাড়া সরকারি কাজের কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করা যাবে না ৷ মুখ্য বনপাল জেটি ম্যাথু নির্দেশিকা জারি করে রাজ্যের সব আধিকারিক ও বিভাগীয় বনাধিকারিকদের বিষয়টি জানিয়ে দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি, ভিডিয়ো বা কোনও স্টোরি পোস্ট করতে হলে রাজ্যের বন বিভাগের স্ক্রিনিং কমিটির অনুমতি নিতে হবে (no workers shall post photos videos related to their work)।
আরও পড়ুন: Elephant Death : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু, শুঁড়ে শকের চিহ্ন স্পষ্ট, তদন্তে বানারহাট থানা
সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে, জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প বা বনবিভাগের কর্মীরা বিভিন্ন সময়ে তাঁদের কোর এলাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন । তাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্যপ্রাণীদের অবস্থান সম্পর্কে সবাই সহজেই জানতে পারছেন । সেই সুযোগকে চোরাশিকারিরা কাজে লাগাতে পারে বলে আশঙ্কা বন দফতরের । তাছাড়া বিভিন্ন আধিকারিক ও বনকর্মী উৎসাহের সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলের সরকারি কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরায় তাতে অসন্তুষ্ট বন বিভাগ ৷ কোনও রকম ভাবেই বনবিভাগের কাজের কোনও ছবি, ভিডিয়ো বা গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা যাবে না বলে পরিস্কার নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে ৷