জলপাইগুড়ি, 16 সেপ্টেম্বর: সামনেই পুজো ৷ তার পর দেখতে দেখতে শীতকালের আগমন ৷ সব মিলিয়ে বাঙালির আনন্দ উৎসবের সঙ্গে ভ্রমণের মরশুমে দরজায় কড়া নাড়ছে ৷ তারই মধ্যে খুশি খবর সেই সকল ভ্রমণ প্রিয় পর্যটকদের জন্য ৷ আজ থেকে খুলে গেল উত্তরবঙ্গের সবক’টি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ৷ জুন-সেপ্টেম্বরের মাঝামাধি বন্যপ্রাণীদের প্রজনন ঋতু চলে ৷ তাই এই সময়টা এই ধরণের পর্যটন স্থলগুলি বন্ধ রাখা হয় ৷ সেই সময় পেরিয়ে যেতেই ফের পর্যটকদের জন্য খুলে গেল জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলি ৷
এবছর 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ডুয়ার্সের বকসা ব্যাঘ্র প্রকল্প, গরুমারা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান ৷ এবার সেগুলি খুলে দিল বন দফতর ৷ উৎসবের মরশুম শুরু হওয়ার আগে তাই ফের খুশির হাওয়া স্থানীয় ব্য়বসায়ীদের মধ্যে ৷ হোটেল থেকে দোকান-বাজার এবং পর্যটনের সঙ্গে জড়িত লোকজনের এই সময়টাই হল উপাজর্নের শুরু ৷ এখন থেকে আগামী এপ্রিল-মে মাস পর্যন্ত পর্যটকদের ভিড় থাকে জঙ্গল সাফারিতে ৷ বিশেষত, ডুয়ার্স এলাকায় ৷
জুন থেকে সেপ্টেম্বর এই তিনমাস হল বন্য জীবজন্তুদের প্রজননের সময় ৷ মূলত, বর্ষাকালে বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ৷ তাই এই সময় পর্যটকদের অভয়ারণ্য ও জাতীয় উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকে ৷ পর্যটকদের নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয় ৷ কারণ, এই সময় বন্যপ্রাণীরা একান্তে তাঁদের সঙ্গীর সঙ্গে কাটাতে পছন্দ করে ৷ তাই জঙ্গলে মানুষের প্রবেশ তাঁদের হিংস্র করে তোলে ৷ আর প্রজননের পরে শাবকের নিরাপত্তার কারণে বন্যপ্রাণীরা হিংস্র হয়ে উঠতে পারে ৷ ফলে এই জীবজন্তু ও পর্যটক উভয়ের নিরাপত্তার জন্য এই সময় জঙ্গল সাফারি বন্ধ রাখে বন দফতর ৷
আরও পড়ুন: নিউ চুমটায় টি-রিসর্ট, মালদায় ইথানল তৈরিতে জমি দিল সরকার
সেই সময় পেরিয়ে যাওয়ার পর আজ থেকে ফের পর্যটকদের জন্য উত্তরবঙ্গের সব জেলার অভয়ারণ্য ও জাতীয় উদ্যান খুলে দেওয়া হয়েছে ৷ দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য ,আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারি অভয়ারন্য ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত নেওরাভ্যালি জাতীয় উদ্যানেও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল ৷
আরও পড়ুন: মালদার পর্যটনকে মানুষের কাছে আকর্ষণীয় করতে প্রশাসন ও বণিকসভার যৌথ উদ্যোগ
পর্যটকদের জন্য নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার ৷ জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরে থাকা সব ক’টি বনবাংলো সংস্কার করা হয়েছে ৷ আজ থেকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের সব বাংলো পর্যটকরা বুকিং করতে পারবেন ৷ সঙ্গে থাকছে জিপসি সাফারি, এলিফেন্ট সাফারির সুবিধা ৷ এলিফেন্ট সাফারির জন্য জেনি ও মাধুরী নামে দু’টি কুনকি হাতিকে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে নিয়ে আসা হয়েছে ৷ গরুমারা জাতীয় উদ্যানের 6 টি ইকো-কটেজের মধ্যে হর্নবিল, ধুপঝোড়া, রাইনো ক্যাম্প, কালিপুর এবং পানঝোড়ায় খোলা থাকছে ৷ পর্যটকরা যাতে জঙ্গলে খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিকের বোতল ও প্যাকেট ফেলে নোংরা না করেন সেই দিকে কড়া নজরদারি থাকছে ৷