ময়নাগুড়ি, 19 অগস্ট : কেন্দ্রীয় ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও তার সঙ্গে থাকা নারায়ণী সেনা-কর্মীদের আটকে দিল ময়নাগুড়ি থানার পুলিশ । তার জেরেই ধূপগুড়ি-ময়নাগুড়িগামী 31 নং জাতীয় সড়ক অবরোধ করল নারায়ণী সেনা । তা নিয়েই ধুন্ধুমার ময়নাগুড়িতে ।
আজ লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তাঁর সঙ্গে ছিল নারায়ণী সেনার গাড়ি ৷ যাবার সময় ময়নাগুড়ি ধর্মশালাতে তাদের আটকে দেয় পুলিশ । কিছুক্ষণ পর মন্ত্রীর কনভয় ছেড়ে দেওয়া হলেও, আটকানো হয় নারায়ণী সেনার গাড়ি । এরপর মন্ত্রীর গাড়ির সঙ্গে হেঁটে ইন্দিরা মোড়ে এসে জাতীয় সড়ক অবরোধ করেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়-সহ সেনা কর্মীরা । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ ৷
আজ এই ঘটনায় বেশ কয়েকজন সেনাকে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয় । গোটা ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় নারায়ণী সেনার ৷
আরও পড়ুন : Nisith Pramanik: কাবুলে আটকে পড়া উত্তরবঙ্গের একাধিক পরিবারের পাশে নিশীথ