ETV Bharat / state

Nisith Pramanik : ময়নাগুড়িতে নিশীথকে আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ নারায়ণী সেনার

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল নারায়ণী সেনা ৷ এই ঘটনায় কয়েকজন নারায়ণী সেনাকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

নারায়ণী সেনার
নারায়ণী সেনার
author img

By

Published : Aug 19, 2021, 2:45 PM IST

ময়নাগুড়ি, 19 অগস্ট : কেন্দ্রীয় ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও তার সঙ্গে থাকা নারায়ণী সেনা-কর্মীদের আটকে দিল ময়নাগুড়ি থানার পুলিশ । তার জেরেই ধূপগুড়ি-ময়নাগুড়িগামী 31 নং জাতীয় সড়ক অবরোধ করল নারায়ণী সেনা । তা নিয়েই ধুন্ধুমার ময়নাগুড়িতে ।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির সঙ্গে নারায়ণী সেনা
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির সঙ্গে নারায়ণী সেনা

আজ লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তাঁর সঙ্গে ছিল নারায়ণী সেনার গাড়ি ৷ যাবার সময় ময়নাগুড়ি ধর্মশালাতে তাদের আটকে দেয় পুলিশ । কিছুক্ষণ পর মন্ত্রীর কনভয় ছেড়ে দেওয়া হলেও, আটকানো হয় নারায়ণী সেনার গাড়ি । এরপর মন্ত্রীর গাড়ির সঙ্গে হেঁটে ইন্দিরা মোড়ে এসে জাতীয় সড়ক অবরোধ করেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়-সহ সেনা কর্মীরা । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ ৷

ঘটনায় বেশ কিছু নারায়ণী সেনাকে আটক করল পুলিশ
ঘটনায় বেশ কিছু নারায়ণী সেনাকে আটক করল পুলিশ
এই বিষয়ে বিধায়ক কৌশিক রায় বলেন, ‘‘আমাদের মন্ত্রীর সঙ্গে থাকা নারায়ণী সেনাকে আটকে দিয়েছে পুলিশ ৷ তার জেরেই এই অবরোধ ।’’

আজ এই ঘটনায় বেশ কয়েকজন সেনাকে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয় । গোটা ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় নারায়ণী সেনার ৷

কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল নারায়ণী সেনা

আরও পড়ুন : Nisith Pramanik: কাবুলে আটকে পড়া উত্তরবঙ্গের একাধিক পরিবারের পাশে নিশীথ

ময়নাগুড়ি, 19 অগস্ট : কেন্দ্রীয় ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও তার সঙ্গে থাকা নারায়ণী সেনা-কর্মীদের আটকে দিল ময়নাগুড়ি থানার পুলিশ । তার জেরেই ধূপগুড়ি-ময়নাগুড়িগামী 31 নং জাতীয় সড়ক অবরোধ করল নারায়ণী সেনা । তা নিয়েই ধুন্ধুমার ময়নাগুড়িতে ।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির সঙ্গে নারায়ণী সেনা
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির সঙ্গে নারায়ণী সেনা

আজ লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তাঁর সঙ্গে ছিল নারায়ণী সেনার গাড়ি ৷ যাবার সময় ময়নাগুড়ি ধর্মশালাতে তাদের আটকে দেয় পুলিশ । কিছুক্ষণ পর মন্ত্রীর কনভয় ছেড়ে দেওয়া হলেও, আটকানো হয় নারায়ণী সেনার গাড়ি । এরপর মন্ত্রীর গাড়ির সঙ্গে হেঁটে ইন্দিরা মোড়ে এসে জাতীয় সড়ক অবরোধ করেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়-সহ সেনা কর্মীরা । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ ৷

ঘটনায় বেশ কিছু নারায়ণী সেনাকে আটক করল পুলিশ
ঘটনায় বেশ কিছু নারায়ণী সেনাকে আটক করল পুলিশ
এই বিষয়ে বিধায়ক কৌশিক রায় বলেন, ‘‘আমাদের মন্ত্রীর সঙ্গে থাকা নারায়ণী সেনাকে আটকে দিয়েছে পুলিশ ৷ তার জেরেই এই অবরোধ ।’’

আজ এই ঘটনায় বেশ কয়েকজন সেনাকে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয় । গোটা ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় নারায়ণী সেনার ৷

কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল নারায়ণী সেনা

আরও পড়ুন : Nisith Pramanik: কাবুলে আটকে পড়া উত্তরবঙ্গের একাধিক পরিবারের পাশে নিশীথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.