ETV Bharat / state

SSC Recruitment Scam: 'পার্থ চট্টোপাধ্যায়কে 5 জনের নাম পাঠিয়েছিলাম, কারও চাকরি হয়নি', অকপট প্রাক্তন তৃণমূল বিধায়ক - Ananta Deb Adhikari

2016 সালে এসএসসি গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের নামের তালিকা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন অনন্তদেব অধিকারী (Ananta Deb Adhikari) ৷ 5 জনের নাম সুপারিশের কথা স্বীকার করেছেন তিনি ৷

ssc scam
চাকরির জন্য 5 জনের নাম পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন, অকপট প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী
author img

By

Published : Jul 25, 2022, 8:30 PM IST

জলপাইগুড়ি, 25 জুলাই: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর লেটারপ‍্যাডে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের তালিকা পেয়েছে ইডি । পাঁচজন চাকরি প্রার্থীর নামের তালিকা পার্থর কাছে পাঠান র কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন এই প্রাক্তন বিধায়ক । তবে তাঁর আক্ষেপ, নাম পাঠানো সত্বেও একজনেরও চাকরি হয়নি ।

ইতিমধ্যেই রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর ৷ পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি ৷ পরেশ অধিকারীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে । এবার এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক তথা ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর । ইতিমধ্যেই পার্থর বাড়িতে তল্লাশি চালিয়ে জলপাইগুড়ি জেলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর সুপারিশ করা লেটার হেডে পাঁচজন চাকরি প্রার্থীর নামের তালিকা পেয়েছে ইডি ।

জানা গিয়েছে, 2016 সালে এসএসসি গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের নামের তালিকা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন অনন্তদেব অধিকারী ৷ তিনি মোট 48 জনের নাম ও রোল নম্বরও পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে । রাজ‍্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেছে ইডি । যার মধ্যে রয়েছে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়কের সুপারিশের চিঠিও ৷

আরও পড়ুন: মিথ্যা অসুস্থতা দেখিয়েছেন পার্থ, তাঁকে ফের হেফাজতে চাইল ইডি

চাকরির জন্য 5 জনের নাম পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন, অকপট প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী

বিষয়টি স্বীকার করে নিয়ে অনন্তদেব অধিকারী বলেন, "2016 সালে এসএসসি'র গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি (পার্থ চট্টোপাধ্যায়) জেলার সকল বিধায়কদেরই নির্দেশ দিয়েছিলেন পাঁচটা নামের লিস্ট পাঠাতে । পাঁচজনের নামের তালিকা চাওয়া হয়েছিল । সেই নির্দেশ অনুযায়ী আমি আমার প্যাডে পাঁচ জনের তালিকা পাঠিয়েছিলাম । তাঁদের একজনেরও চাকরি হয়নি । আপার প্রাইমারির ক্ষেত্রে যে 48 জন চাকরি প্রার্থীর রোল নম্বরের কথা উঠে আসছে তা একেবারেই ভিত্তিহীন । আমার স্বাক্ষর মেলালেই বোঝা যাবে । আমি আমার বিধায়ক প্যাডে নিজে লিখেই সব চিঠি দিতাম ৷"

জলপাইগুড়ি, 25 জুলাই: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর লেটারপ‍্যাডে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের তালিকা পেয়েছে ইডি । পাঁচজন চাকরি প্রার্থীর নামের তালিকা পার্থর কাছে পাঠান র কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন এই প্রাক্তন বিধায়ক । তবে তাঁর আক্ষেপ, নাম পাঠানো সত্বেও একজনেরও চাকরি হয়নি ।

ইতিমধ্যেই রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর ৷ পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি ৷ পরেশ অধিকারীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে । এবার এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক তথা ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর । ইতিমধ্যেই পার্থর বাড়িতে তল্লাশি চালিয়ে জলপাইগুড়ি জেলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর সুপারিশ করা লেটার হেডে পাঁচজন চাকরি প্রার্থীর নামের তালিকা পেয়েছে ইডি ।

জানা গিয়েছে, 2016 সালে এসএসসি গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের নামের তালিকা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন অনন্তদেব অধিকারী ৷ তিনি মোট 48 জনের নাম ও রোল নম্বরও পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে । রাজ‍্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেছে ইডি । যার মধ্যে রয়েছে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়কের সুপারিশের চিঠিও ৷

আরও পড়ুন: মিথ্যা অসুস্থতা দেখিয়েছেন পার্থ, তাঁকে ফের হেফাজতে চাইল ইডি

চাকরির জন্য 5 জনের নাম পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন, অকপট প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী

বিষয়টি স্বীকার করে নিয়ে অনন্তদেব অধিকারী বলেন, "2016 সালে এসএসসি'র গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি (পার্থ চট্টোপাধ্যায়) জেলার সকল বিধায়কদেরই নির্দেশ দিয়েছিলেন পাঁচটা নামের লিস্ট পাঠাতে । পাঁচজনের নামের তালিকা চাওয়া হয়েছিল । সেই নির্দেশ অনুযায়ী আমি আমার প্যাডে পাঁচ জনের তালিকা পাঠিয়েছিলাম । তাঁদের একজনেরও চাকরি হয়নি । আপার প্রাইমারির ক্ষেত্রে যে 48 জন চাকরি প্রার্থীর রোল নম্বরের কথা উঠে আসছে তা একেবারেই ভিত্তিহীন । আমার স্বাক্ষর মেলালেই বোঝা যাবে । আমি আমার বিধায়ক প্যাডে নিজে লিখেই সব চিঠি দিতাম ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.