ETV Bharat / state

জমি বিবাদে খুন, গুরুতর আহত অভিযুক্ত - ধূপগুড়ি

বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে এদিন বচসা শুরু হয় ৷ এরপরই দুজনের মধ্যে ব্যাপকভাবে মারপিট চলতে থাকে । সেই সময় সাধন আচমকাই ধারালো ছুরি ঢুকিয়ে দেয় শ্যামপদ বিশ্বাসের পেটে । ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

জমি বিবাদে খুন,
জমি বিবাদে খুন,
author img

By

Published : Apr 25, 2021, 10:38 PM IST

ধূপগুড়ি, 25 এপ্রিল : জমি বিবাদের জেরে খুন । গুরুতর আহত অভিযুক্ত । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি চরপাড়া এলাকায় । মৃত ব্যক্তির নাম শ্যামপদ বিশ্বাস ৷ বয়স 48 । পেশায় কাঠ মিস্ত্রী শ্য়ামপদ কর্মসূত্রে গুয়াহাটি থাকতেন । গুরুতর আহত খুনের ঘটনায় অভিযুক্ত সাধন বৈরাগী ।
জানা গিয়েছে, জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন থেকে সমস্যা ছিল । মাঝেমধ্যেই বিবাদ চলত । বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে এদিন বচসা শুরু হয় ৷ এরপরই দুজনের মধ্যে ব্যাপকভাবে মারপিট চলতে থাকে । সেই সময় সাধন আচমকাই ধারালো ছুরি ঢুকিয়ে দেয় শ্যামপদ বিশ্বাসের পেটে । গুরুতর অবস্থায় তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এদিকে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে সাধন বৈরাগীও মারা গিয়েছেন । ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সাধনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । এদিকে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।

আরও পড়ুন : তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে গুলি চলল মগরাহাট পশ্চিম বিধানসভায়
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পক্ষের তরফ থেকেই এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশি নজরদারি রয়েছে এলাকায় ।

ধূপগুড়ি, 25 এপ্রিল : জমি বিবাদের জেরে খুন । গুরুতর আহত অভিযুক্ত । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি চরপাড়া এলাকায় । মৃত ব্যক্তির নাম শ্যামপদ বিশ্বাস ৷ বয়স 48 । পেশায় কাঠ মিস্ত্রী শ্য়ামপদ কর্মসূত্রে গুয়াহাটি থাকতেন । গুরুতর আহত খুনের ঘটনায় অভিযুক্ত সাধন বৈরাগী ।
জানা গিয়েছে, জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন থেকে সমস্যা ছিল । মাঝেমধ্যেই বিবাদ চলত । বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে এদিন বচসা শুরু হয় ৷ এরপরই দুজনের মধ্যে ব্যাপকভাবে মারপিট চলতে থাকে । সেই সময় সাধন আচমকাই ধারালো ছুরি ঢুকিয়ে দেয় শ্যামপদ বিশ্বাসের পেটে । গুরুতর অবস্থায় তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এদিকে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে সাধন বৈরাগীও মারা গিয়েছেন । ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সাধনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । এদিকে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।

আরও পড়ুন : তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে গুলি চলল মগরাহাট পশ্চিম বিধানসভায়
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পক্ষের তরফ থেকেই এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশি নজরদারি রয়েছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.