জলপাইগুড়ি ও আসানসোল, 1 ফেব্রুয়ারি : জেলা হাসপাতালগুলিকে মেডিকেল কলেজ হিসেবে উন্নীতকরণ করা হবে । এই ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেটে ৷ নেওয়া হয়েছে 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করার উদ্যোগ ৷ স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার৷ এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে ৷
আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস । তিনি জানিয়েছেন, আসানসোল জেলা হাসপাতালে ইতিমধ্যেই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে । তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন ইউনিট । জেলা হাসপাতালে চালু হয়েছে DNB কোর্স । যেখানে পোস্ট গ্রাজুয়েট করার কোর্স পড়ানো হয় । তাতে অনেক জুনিয়র চিকিৎসকরা এখানে এসে পড়তে আসেন । স্বভাবতই মেডিকেল কলেজ হওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে আসানসোল জেলা হাসপাতাল । তিনি আরও জানান, "এই হাসপাতাল মেডিকেল কলেজে পরিণত হলে শুধুমাত্র আসানসোল পৌরনিগম এলাকারই নয়, বাইরের বিভিন্ন জেলা এমনকী ঝাড়খণ্ড থেকে যে সমস্ত মানুষজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসে তারাও উপকৃত হবে ।"
এদিকে জলপাইগুড়ি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত রায়ের গলায় অন্য সুর ৷ তিনি বলেন, "জেলায় জেলায় মেডিকেল কলেজ PPP মডেলে হলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ । কারণ আমাদের রাজ্যে চিকিৎসা সম্পূর্ণ বিনামুল্যে । সেখানে PPP মডেলে বেসরকারির হাতে চিকিৎসা পরিষেবা চলে গেলে সাধারণ মানুষের ক্ষতি হবে ।" দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি জেলায় মেডিকেল কলেজ গড়ার দাবি করা হয়েছে । সেই বিষয়ে সমর্থন করলেও বেসরকারিকরণের বিরোধিতা করেছেন তিনি ৷
অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুশ্রুতনগরের সম্পাদক সন্দীপ সেনগুপ্ত বলেন, "2025 সালের মধ্যে দেশে যক্ষ্মা নির্মূল করা হবে তা অত্যন্ত ভালো উদ্যোগ । স্বাস্থ্যখাতে বরাদ্দ বেশি হয়েছে এটা খুব ভালো খবর । তবে জেলায় জেলায় মেডিকেল কলেজ হলে ভালো হবে কি না তা এখনই বলা মুশকিল । বর্তমানে যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে সেগুলো কীভাবে চলছে তা দেখা উচিত । মেডিকেল কলেজে পড়ানোর ডাক্তার নেই । ফলে সবদিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ৷
তবে জনসাধারণের প্রতিক্রিয়া ইতিবাচক ৷ তারা আশা করছে জেলা হাসপাতালগুলি মেডিকেল কলেজ হলে স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে ৷ স্থানীয় পড়ুয়াদের মিলবে পড়ার সুযোগ ৷