ETV Bharat / state

Dhupguri Workers Died : জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধসে ধূপগুড়ির নিখোঁজ 5 শ্রমিকেরই মৃত্যু - Missing all five Bengal workers in Jammu Srinagar landslide incident are dead

শনিবার সন্ধে নাগাদ জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে জম্মু-কাশ্মীর সরকারের রাম্বান ডেপুটি কমিশনারের দফতর থেকে একটি চিঠি এসে পৌঁছয়। তাতে ধূপগুড়ি ব্লকের নিখোঁজ 5 জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে (Missing all five Bengal workers in Jammu-Srinagar landslide incident are dead) ৷

Dhupguri Workers Died
ধূপগুড়ির নিখোঁজ 5 শ্রমিকেরই মৃত্যু
author img

By

Published : May 21, 2022, 11:02 PM IST

Updated : May 21, 2022, 11:09 PM IST

ধূপগুড়ি, 21 মে : জম্মুর রাম্বানে খুনি নালায় ধসের ঘটনায় নিখোঁজ জলপাইগুড়ির 5 যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল জম্মু কাশ্মীর সরকার ৷ বৃহস্পতিবার রাতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে আচমকাই ধস নামে ৷ সে সময় বেশ কিছু শ্রমিক সুড়ঙ্গে কাজ করছিলেন ৷ ধসের জেরে 10 জন শ্রমিক নিখোঁজ হয়ে যান ৷ যার মধ্যে ধূপগুড়ি ব্লকের পশ্চিম মল্লিকপাড়া এলাকার 2 জন এবং গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের চরচরাবাড়ি এলাকার 3 জনের নিখোঁজ হওয়ার খবর মেলে ৷

Dhupguri Workers Died
জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে পৌঁছনো চিঠি

আরও পড়ুন : জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

দু'দিন বাদে অর্থাৎ, শনিবার সন্ধে নাগাদ জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে জম্মু-কাশ্মীর সরকারের রাম্বান ডেপুটি কমিশনারের দফতর থেকে একটি চিঠি এসে পৌঁছয় । তাতে ধূপগুড়ি ব্লকের নিখোঁজ 5 জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে (Missing all five Bengal workers in Jammu-Srinagar landslide incident are dead) ৷ মৃত শ্রমিকদের নাম-যাদব রায়, গৌতম রায়, সুধীর রায়, দীপক রায় এবং পরিমল রায় ৷ শীঘ্রই মৃত শ্রমিকদের দেহ এরাজ্যে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে ৷ রাম্বান ডেপুটি কমিশনারের দফতর থেকে পাঠানো চিঠিতে সেই বিষয়টিরও উল্লেখ রয়েছে ৷

ধূপগুড়ি, 21 মে : জম্মুর রাম্বানে খুনি নালায় ধসের ঘটনায় নিখোঁজ জলপাইগুড়ির 5 যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল জম্মু কাশ্মীর সরকার ৷ বৃহস্পতিবার রাতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে আচমকাই ধস নামে ৷ সে সময় বেশ কিছু শ্রমিক সুড়ঙ্গে কাজ করছিলেন ৷ ধসের জেরে 10 জন শ্রমিক নিখোঁজ হয়ে যান ৷ যার মধ্যে ধূপগুড়ি ব্লকের পশ্চিম মল্লিকপাড়া এলাকার 2 জন এবং গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের চরচরাবাড়ি এলাকার 3 জনের নিখোঁজ হওয়ার খবর মেলে ৷

Dhupguri Workers Died
জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে পৌঁছনো চিঠি

আরও পড়ুন : জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

দু'দিন বাদে অর্থাৎ, শনিবার সন্ধে নাগাদ জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে জম্মু-কাশ্মীর সরকারের রাম্বান ডেপুটি কমিশনারের দফতর থেকে একটি চিঠি এসে পৌঁছয় । তাতে ধূপগুড়ি ব্লকের নিখোঁজ 5 জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে (Missing all five Bengal workers in Jammu-Srinagar landslide incident are dead) ৷ মৃত শ্রমিকদের নাম-যাদব রায়, গৌতম রায়, সুধীর রায়, দীপক রায় এবং পরিমল রায় ৷ শীঘ্রই মৃত শ্রমিকদের দেহ এরাজ্যে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে ৷ রাম্বান ডেপুটি কমিশনারের দফতর থেকে পাঠানো চিঠিতে সেই বিষয়টিরও উল্লেখ রয়েছে ৷

Last Updated : May 21, 2022, 11:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.