জলপাইগুড়ি, 6 জুলাই: বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ । বুধবার নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ অভিযোগ, গাড়ি স্থানীয় বাহাদুর এলাকায় পৌঁছতেই গুলি ছুড়তে থাকে দুষ্কৃীতরা ৷ তবে গুলি বিজেপি নেতার গায়ে লাগেনি। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র 48 ঘণ্টা বাকি ৷ তাই প্রচার চলছে জোর কদমে ৷ এদিন প্রচারে গিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা স্বপন দত্ত ৷ প্রচার শেষে দু’জনেই দলীয় গাড়ি করে বাড়ি ফিরছিলেন ।
সদর ব্লকের বাহাদুর এলাকা থেকে মোহিতনগরের নিজের বাড়িতে ফিরছিলেন বাপী। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । কোনওরকমে প্রাণ বাঁচিয়ে তিনি অন্য পথ ধরে সোজা কোতয়ালি থানায় চলে আসেন । খবরব পেয়েই ঘটনাস্থালে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন এবং ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল ।
আরও পড়ুন: বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ
বাপী গোস্বামী বলেন, "বাহাদুর কোল্ড স্টোরেজ পার হবার পরেই হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই। বুঝতে পারি, আমাদের গাড়িতে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। এমনকী ঢিলও মারা হয় । আমি অন্য রাস্তা ধরে কোতয়ালি থানায় চলে আসি । পুলিশ গাড়ির ভেতর থেকে গুলির খোল উদ্ধার করেছে । ঠিক কটা গুলি চলেছে বুঝতে পারিনি । আমি চাই পুলিশ ঘটনার তদন্ত করুক ।" ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানান, বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এসেছে। তদন্ত শুরু হয়েছে ।