জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের আগেই তিস্তা নদীর উপর নির্মীয়মাণ জয়ী সেতু পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । শনিবার হলদিবাড়িতে পৌঁছান রাজ্য সরকারের পূর্ত দপ্তরের ভার প্রাপ্ত মন্ত্রী । শনিবার দুপুরে জয়ী সেতুর পরিদর্শনে যান তিনি । বিধানসভা নির্বাচনের আগেই এই সেতুটি উদ্বোধন করতে চাইছে রাজ্য সরকার । এই সেতু চালু হলে হলদিবাড়ির সঙ্গে কোচবিহারের যোগাযোগ সহজ হয়ে যাবে ।
সেতুর কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস । সেতুটির কাজ প্রায় 90 শতাংশ সম্পূর্ণ হয়েছে । আগামী বছরের জানুয়ারি মাসে সেতুর কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে । সেতু পরিদর্শনের পর মন্ত্রী বলেন, "রাজ্যে এর আগে এত দীর্ঘ সেতু তৈরি হয়নি । তিস্তা নদীর উপর এই সেতুটি মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় হচ্ছে ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন : আজ বিজেপির উত্তরকন্যা অভিযান , জায়গায় জায়গায় মোতায়েন পুলিশ
মন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (হেডকোয়ার্টার) অমিতাভ সেনগুপ্ত (জোনাল চিফ ইঞ্জিনিয়ার, জলপাইগুড়ি) ভাস্কর ঘোষ, চিফ ইঞ্জিনিয়ার (রোড) সুস্মিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা ।