ETV Bharat / state

Mimi Chakraborty: জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটে জয়ী মিমির ছোট মামি পুনম - তৃণমূল কংগ্রেস

জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডাপাড়া এলাকার 17/155 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী ছিলেন পুনম চক্রবর্তী ৷ তিনি ভোটে জিতেছেন ৷ তিনি অভিনেত্রী মিমির ছোট মামি ৷ ওই আসনে মিমির আরও দুই মামি ভোটে লড়েছিলেন ৷

Mimi Chakraborty
Mimi Chakraborty
author img

By

Published : Jul 11, 2023, 7:13 PM IST

জলপাইগুড়ি, 11 জুলাই: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জিতলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তীর ছোটমামী পুনম চক্রবর্তী ৷ তিনি জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডাপাড়া এলাকার 17/155 নম্বর বুথ থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন ৷

যদিও ওই আসন থেকে মিমির মামিই যে জিতবেন, তা প্রায় নিশ্চিত ছিল ৷ কারণ, ছোট মামি তৃণমূলের হয়ে যেমন লড়েছেন, তেমনই কংগ্রেস ও সিপিএমের হয়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন আরও দুই মামি ৷ মেজমামি পর্ণা নাগ চক্রবর্তী প্রার্থী হয়েছিলেন সিপিএমের হয়ে ৷ আর বড় মামি কান্তা চক্রবর্তী কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন ৷

Mimi Chakraborty
জয়ের পাওয়ার পর মিমি চক্রবর্তীর ছোট মামি পুনম চক্রবর্তী

তাঁদের তিনজনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ওই আসনের লড়াই নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছিল ৷ মঙ্গলবার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় তৃণমূল প্রার্থী পুনম চক্রবর্তী পেয়েছেন 234 ভোট ৷ সিপিএম প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী 94 ভোট পেয়েছেন ৷ আর কংগ্রেসের হয়ে ভোটে লড়া কান্তা চক্রবর্তী ভোট পেয়েছেন 217 ৷ ফলে মিমির বড় মামি কান্তাকে 17 ভোটে হারিয়েছেন ছোট মামি পুনম ৷

জয়ের পর তৃণমূল কংগ্রেসের পুনম চক্রবর্তী বলেন, ‘‘এই জয় মানুষের জয় । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভোট দিয়েছে । আমি খুব খুশি আমাকে মানুষ আশীর্বাদ করেছে । এই প্রথম রাজনীতিতে পা দিয়েছিলাম । ভোটে জয়ী হয়ে ভালোই লাগছে ।’’

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে অনেকটাই এগিয়ে তৃণমূল, জেলায় জেলায় শুরু বিজয়োল্লাস; দ্বিতীয় স্থানে বিজেপি

প্রসঙ্গত, জুনের শুরুর দিকে রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয় ৷ তার পর এক এক করে মিমির তিন মামির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তিনটি দল থেকে ৷ তার পর স্বয়ং মিমি ফোনে মামিদের ভোটের লড়াইয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন বলে জানা গিয়েছিল ৷ তবে জয়ের পর তিনি ছোট মামি তৃণমূলের পুনম চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কি না, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷

জলপাইগুড়ি, 11 জুলাই: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জিতলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তীর ছোটমামী পুনম চক্রবর্তী ৷ তিনি জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডাপাড়া এলাকার 17/155 নম্বর বুথ থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন ৷

যদিও ওই আসন থেকে মিমির মামিই যে জিতবেন, তা প্রায় নিশ্চিত ছিল ৷ কারণ, ছোট মামি তৃণমূলের হয়ে যেমন লড়েছেন, তেমনই কংগ্রেস ও সিপিএমের হয়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন আরও দুই মামি ৷ মেজমামি পর্ণা নাগ চক্রবর্তী প্রার্থী হয়েছিলেন সিপিএমের হয়ে ৷ আর বড় মামি কান্তা চক্রবর্তী কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন ৷

Mimi Chakraborty
জয়ের পাওয়ার পর মিমি চক্রবর্তীর ছোট মামি পুনম চক্রবর্তী

তাঁদের তিনজনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ওই আসনের লড়াই নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছিল ৷ মঙ্গলবার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় তৃণমূল প্রার্থী পুনম চক্রবর্তী পেয়েছেন 234 ভোট ৷ সিপিএম প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী 94 ভোট পেয়েছেন ৷ আর কংগ্রেসের হয়ে ভোটে লড়া কান্তা চক্রবর্তী ভোট পেয়েছেন 217 ৷ ফলে মিমির বড় মামি কান্তাকে 17 ভোটে হারিয়েছেন ছোট মামি পুনম ৷

জয়ের পর তৃণমূল কংগ্রেসের পুনম চক্রবর্তী বলেন, ‘‘এই জয় মানুষের জয় । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভোট দিয়েছে । আমি খুব খুশি আমাকে মানুষ আশীর্বাদ করেছে । এই প্রথম রাজনীতিতে পা দিয়েছিলাম । ভোটে জয়ী হয়ে ভালোই লাগছে ।’’

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে অনেকটাই এগিয়ে তৃণমূল, জেলায় জেলায় শুরু বিজয়োল্লাস; দ্বিতীয় স্থানে বিজেপি

প্রসঙ্গত, জুনের শুরুর দিকে রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয় ৷ তার পর এক এক করে মিমির তিন মামির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তিনটি দল থেকে ৷ তার পর স্বয়ং মিমি ফোনে মামিদের ভোটের লড়াইয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন বলে জানা গিয়েছিল ৷ তবে জয়ের পর তিনি ছোট মামি তৃণমূলের পুনম চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কি না, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.