জলপাইগুড়ি, 11 এপ্রিল: ভিনরাজ্য থেকে এসে 14 দিনের হোম কোয়ারান্টাইন শেষ করলেন জেলার 8,200 জন শ্রমিক। এদিকে কোরোনার উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে কোনও রোগী জলপাইগুড়ির কোনও হাসপাতালে ভরতি হয়নি বলে জানাচ্ছে জেলা প্রশাসন। অন্যদিকে বিদেশ থেকে আসা 110 জনও তাঁদের হোম কোয়ারান্টাইন পিরিয়ড শেষ করেছেন সুস্থ ভাবেই।
লকডাউনের আগে ভিন রাজ্যে থেকে মোট 9,200 শ্রমিক জেলায় ফেরেন। এছাড়া 110 জন অন্য দেশ থেকে ফিরেছিলেন। ভিনরাজ্য থেকে আসা ওই শ্রমিকদের অধিকাংশই চা বাগান এলাকার বাসিন্দা। তবে, তাঁরা জেলায় ফেরার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। সেই শ্রমিকরাও সুস্থ আছেন বলেই দাবি জলপাইগুড়ি জেলা প্রশাসনের।
ভিন রাজ্য থেকে আসা 9200 জন শ্রমিকের মধ্যে 8200 জন ইতিমধ্যে ভালোভাবে 14 দিনের কোয়ারান্টাইন শেষ করায় খুশি জেলার স্বাস্থ্য দপ্তর। এছাড়া বিদেশ থেকে আসা 110 জনও উপসর্গহীন ভাবেই কোয়ারান্টাইন পিরিয়ড শেষ করেছেন।
এই বিষয়ে জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি বলেন, "আমাদের জেলায় এখনও পর্যন্ত কোরোনা উপসর্গ মেলেনি। নতুন করে কেউ জ্বর নিয়ে ভরতিও হয়নি। ভিনরাজ্যের শ্রমিক ও বিদেশ থাকা যাঁরা এসেছিলেন তাঁরা ভালো আছেন।"