ETV Bharat / state

Md Salim Slams TMC: বিচারপতির বাড়িতে পোস্টার দিয়ে নতুন তৃণমূলের ঘোষণা, কটাক্ষ সেলিমের - তৃণমূল

সোমবার জলপাইগুড়িতে (Jalpaiguri) সিপিএমের (CPIM) জেলা কমিটির সঙ্গে বৈঠক করেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷ পরে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি একসুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেন ৷

Md Salim Slams TMC
Md Salim Slams TMC
author img

By

Published : Jan 9, 2023, 8:34 PM IST

সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

জলপাইগুড়ি, 9 জানুয়ারি: ‘‘এটা নতুন তৃণমূলের ঘোষণা ৷’’ বিচারপতির বাড়িতে পোস্টার প্রসঙ্গে বললেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । সোমবার জলপাইগুড়িতে (Jalpaiguri) সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সেখানেই তিনি এই কথা বলেন ৷ এদিন জলপাইগুড়ি ডিবিসি রোডের পার্টি অফিসে সিপিএমের জেলা কমিটির সঙ্গে বৈঠকও করেন মহম্মদ সেলিম ।

একই সঙ্গে বিজেপিকেও (BJP) কটাক্ষ করেছেন তিনি ৷ সেলিম বলেন, ‘‘বিজেপির আছে কী ! রিসাইকেল তৃণমূল (Trinamool Congress) । নাথিং এলস । শুভেন্দু থেকে শুরু করে সব হচ্ছে বস্তা পচা তৃণমূল । যা রিসাইকেল হয়েছে । যেমন পুরনো পাস্টিকের বোতল রেলের ধার থেকে কুড়িয়ে নিয়ে যায়, সেই রকম হয়েছে ।’’ অন্যদিকে তাঁর বার্তা, ‘‘লড়াইটা বামপন্থীদের সঙ্গে হবে । বিজেপি, তৃণমূল আলাদা ঝান্ডা নিতে পারে ৷ কে কখন কার ঝান্ডার নিচে যাচ্ছে, কেউ বলতে পারে না ।’’

প্রসঙ্গত, সোমবার সকালে দেখা যায় যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে কিছু পোস্টার সাঁটানো হয়েছে ৷ সেখানে ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে ৷ এই নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘পোস্টারে লেখা কী আছে, কেন শুভেন্দু রক্ষাকবচ পেয়েছেন ? কেন অভিষেকের শ্যালিকা পাননি ? তাহলে বোঝা যাচ্ছে কে করেছে । আপনারা লিখেছিলেন নতুন তৃণমূল আসছে ৷ এটা হচ্ছে নতুন তৃণমূল ঘোষণা ।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের রাজ্যের স্কুল, মন্দির কমিটি, মাদ্রাসা কমিটি সব দখল করেছে তৃণমূল কংগ্রেস । খাদান, জমি জায়গা, এখন বিচার ব্যবস্থাকে গ্রাস করতে চাইছে ৷ তৃণমূল, বিজেপির নেতারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটছেন নিজেরা রক্ষা পাবার জন্য, স্বস্তি পাবার জন্য ।’’

সেলিমের কথায়, ‘‘এখন নেতারা নিজেরা দলবদল করে পার পাচ্ছেন না । তাঁরা স্বস্তি পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী ঠিক করছেন । কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা সব বিদেশে গিয়েছে । সেই কারণে তিনি হেরফের করতে পারেন ৷ তাই তাঁকে বাইরে যেতে বারণ করা হয়েছে ।’’ একই সঙ্গে সেলিমের অভিযোগ, ‘‘নোটবন্দির সময় শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি লাভ নিয়েছে ।’’

এদিন বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া প্রসঙ্গে মহম্মদ সেলিম জানান, বন্দে ভারতকে মিডিয়া শুধু ব্র‍্যান্ডিং করে যাচ্ছে । বেকারি, চুরি, দুর্নীতি, জোচ্চুরি এসব থেকে তৃণমূল ও বিজেপি নিজেদের পাশ কাটাতে চায় ৷ তাই ঢিল-পাটকেল আসন্ন ।

আরও পড়ুন: হাইকোর্টে হাঙ্গামা ! মান্থার এজলাস বয়কটে আইনজীবীদের কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির

সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

জলপাইগুড়ি, 9 জানুয়ারি: ‘‘এটা নতুন তৃণমূলের ঘোষণা ৷’’ বিচারপতির বাড়িতে পোস্টার প্রসঙ্গে বললেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । সোমবার জলপাইগুড়িতে (Jalpaiguri) সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সেখানেই তিনি এই কথা বলেন ৷ এদিন জলপাইগুড়ি ডিবিসি রোডের পার্টি অফিসে সিপিএমের জেলা কমিটির সঙ্গে বৈঠকও করেন মহম্মদ সেলিম ।

একই সঙ্গে বিজেপিকেও (BJP) কটাক্ষ করেছেন তিনি ৷ সেলিম বলেন, ‘‘বিজেপির আছে কী ! রিসাইকেল তৃণমূল (Trinamool Congress) । নাথিং এলস । শুভেন্দু থেকে শুরু করে সব হচ্ছে বস্তা পচা তৃণমূল । যা রিসাইকেল হয়েছে । যেমন পুরনো পাস্টিকের বোতল রেলের ধার থেকে কুড়িয়ে নিয়ে যায়, সেই রকম হয়েছে ।’’ অন্যদিকে তাঁর বার্তা, ‘‘লড়াইটা বামপন্থীদের সঙ্গে হবে । বিজেপি, তৃণমূল আলাদা ঝান্ডা নিতে পারে ৷ কে কখন কার ঝান্ডার নিচে যাচ্ছে, কেউ বলতে পারে না ।’’

প্রসঙ্গত, সোমবার সকালে দেখা যায় যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে কিছু পোস্টার সাঁটানো হয়েছে ৷ সেখানে ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে ৷ এই নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘পোস্টারে লেখা কী আছে, কেন শুভেন্দু রক্ষাকবচ পেয়েছেন ? কেন অভিষেকের শ্যালিকা পাননি ? তাহলে বোঝা যাচ্ছে কে করেছে । আপনারা লিখেছিলেন নতুন তৃণমূল আসছে ৷ এটা হচ্ছে নতুন তৃণমূল ঘোষণা ।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের রাজ্যের স্কুল, মন্দির কমিটি, মাদ্রাসা কমিটি সব দখল করেছে তৃণমূল কংগ্রেস । খাদান, জমি জায়গা, এখন বিচার ব্যবস্থাকে গ্রাস করতে চাইছে ৷ তৃণমূল, বিজেপির নেতারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটছেন নিজেরা রক্ষা পাবার জন্য, স্বস্তি পাবার জন্য ।’’

সেলিমের কথায়, ‘‘এখন নেতারা নিজেরা দলবদল করে পার পাচ্ছেন না । তাঁরা স্বস্তি পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী ঠিক করছেন । কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা সব বিদেশে গিয়েছে । সেই কারণে তিনি হেরফের করতে পারেন ৷ তাই তাঁকে বাইরে যেতে বারণ করা হয়েছে ।’’ একই সঙ্গে সেলিমের অভিযোগ, ‘‘নোটবন্দির সময় শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি লাভ নিয়েছে ।’’

এদিন বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া প্রসঙ্গে মহম্মদ সেলিম জানান, বন্দে ভারতকে মিডিয়া শুধু ব্র‍্যান্ডিং করে যাচ্ছে । বেকারি, চুরি, দুর্নীতি, জোচ্চুরি এসব থেকে তৃণমূল ও বিজেপি নিজেদের পাশ কাটাতে চায় ৷ তাই ঢিল-পাটকেল আসন্ন ।

আরও পড়ুন: হাইকোর্টে হাঙ্গামা ! মান্থার এজলাস বয়কটে আইনজীবীদের কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.