ETV Bharat / state

ময়নাগুড়ি পৌরসভার দু'টি জায়গা থেকে উদ্ধার মা ও হোমগার্ড ছেলের দেহ - মা ও ছেলের রক্তাক্ত মৃতদেহ

Jalpaiguri Body Recovered: মা ও ছেলের দেহ উদ্ধার করল পুলিশ ৷ তবে দু'টি আলাদা জায়গায় দেহ দু'টি পড়ে ছিল ৷

ETV Bharat
জলপাইগুড়িতে মা ও ছেলের দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 1:02 PM IST

জলপাইগুড়ি, 21 নভেম্বর: পৃথক পৃথক জায়গা থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত মৃতদেহ ৷ মঙ্গলবার সকালে ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার দু'টি আলাদা জায়গা থেকে মিলল একজন হোমগার্ড ও তাঁর মায়ের মৃতদেহ ৷ স্বভাবতই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কীভাবে মা ও ছেলের মৃত্যু হল, তার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

মৃত ব্যক্তির নাম পরিমল বর্মন (45) ৷ তাঁর মায়ের নাম সবিতা বর্মন (65)। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস-সহ পুলিশ বাহিনী ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে ময়নাগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে কৃষিজমি থেকে ৷ অন্যদিকে ময়নাগুড়ি পৌরসভারই 12 নম্বর ওয়ার্ডে তাঁদের বাড়ি থেকে মায়ের দেহ উদ্ধার করে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিমল বর্মন জলপাইগুড়িতে হোমগার্ডের চাকরি করতেন । মা ও ছেলে দু'জনেই একসঙ্গে একই বাড়িতে থাকতেন ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ির থানার পুলিশ ৷

ময়নাগুড়ি পৌরসভার 14 নং ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণ কুমার সাহা বলেন, "প্রাথমিক অনুমানে মনে হচ্ছে পরিমলকে খুন করা হয়েছে ৷ এরপর জানতে পারি, তাঁর মাও মৃত ৷ বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷" এদিকে ময়নাগুড়ি থানার আইসি তমাল সাহা বলেন দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে।আমরা ঘটনার তদন্ত করছি।কী কারনে মৃত্যু ময়নাতদন্তের পরেই জানা যাবে।

আরও পড়ুন:

  1. স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা
  2. ঋণ-পারিবারিক বিবাদের জের, রাজস্থানে স্ত্রী ও দুই মেয়েকে খুন যুবকের !
  3. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক

জলপাইগুড়ি, 21 নভেম্বর: পৃথক পৃথক জায়গা থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত মৃতদেহ ৷ মঙ্গলবার সকালে ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার দু'টি আলাদা জায়গা থেকে মিলল একজন হোমগার্ড ও তাঁর মায়ের মৃতদেহ ৷ স্বভাবতই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ কীভাবে মা ও ছেলের মৃত্যু হল, তার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

মৃত ব্যক্তির নাম পরিমল বর্মন (45) ৷ তাঁর মায়ের নাম সবিতা বর্মন (65)। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস-সহ পুলিশ বাহিনী ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে ময়নাগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে কৃষিজমি থেকে ৷ অন্যদিকে ময়নাগুড়ি পৌরসভারই 12 নম্বর ওয়ার্ডে তাঁদের বাড়ি থেকে মায়ের দেহ উদ্ধার করে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিমল বর্মন জলপাইগুড়িতে হোমগার্ডের চাকরি করতেন । মা ও ছেলে দু'জনেই একসঙ্গে একই বাড়িতে থাকতেন ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ির থানার পুলিশ ৷

ময়নাগুড়ি পৌরসভার 14 নং ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণ কুমার সাহা বলেন, "প্রাথমিক অনুমানে মনে হচ্ছে পরিমলকে খুন করা হয়েছে ৷ এরপর জানতে পারি, তাঁর মাও মৃত ৷ বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷" এদিকে ময়নাগুড়ি থানার আইসি তমাল সাহা বলেন দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে।আমরা ঘটনার তদন্ত করছি।কী কারনে মৃত্যু ময়নাতদন্তের পরেই জানা যাবে।

আরও পড়ুন:

  1. স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা
  2. ঋণ-পারিবারিক বিবাদের জের, রাজস্থানে স্ত্রী ও দুই মেয়েকে খুন যুবকের !
  3. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.