জলপাইগুড়ি, 17 মার্চ : ময়নাগুড়ি 17টি ওয়ার্ড বিশিষ্ট নতুন পৌরসভার বোর্ড গঠন অনুষ্ঠান হয় বৃহস্পতিবার (Maynaguri Municipality Trinamool Congress Chairman Oath Taking Ceremony) । এখানেই সদ্য ভোটে জয়ী 17জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন ৷ ময়নাগুড়ি পৌরসভার শপথ অনুষ্ঠানে মঞ্চে জায়গা না পেয়ে জেলা সভাপতির সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অজয় মল্লিক ।
অনুষ্ঠান মঞ্চে একজন নির্দল জয়ী কাউন্সিলর তুহিন কান্তি চৌধুরী শপথ নেননি । তাকে আলাদা করে পৌরসভার কক্ষে শপথ বাক্য পাঠ করান ময়নাগুড়ি পৌরসভার এক্সকিউটিভ অফিসার সৌমেন দুতরাজ । এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি মহুয়া গোপ, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত-সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা ।
আরও পড়ুন : Kunal on CPIM State Committee : সিপিএমের রাজ্য কমিটিতে তরুণ মুখ, প্রশংসা কুণালের
ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কার্মাধ্যক্ষ অজয় মল্লিকের অভিযোগ, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান মঞ্চে ডাকা হয়নি ৷ এর পরেই অজয় মল্লিক ও তাঁর অনুগামীরা অনুষ্ঠান ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন ৷
অজয় মল্লিক পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়ের অনুগামী বলেই পরিচিত । অনুষ্ঠান স্থলের বাইরে অজয় মল্লিকের সঙ্গে দেখা হয় তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপের ৷ বচসায় জড়িয়ে পরেন তাঁরা । পরিস্থিতি বেগতিক দেখে জেলা তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতি রাজেশ লাকরা ও ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷
এই ঘটনার মাধ্যমে জেলা সভাপতির সঙ্গে কর্মাধ্যক্ষের বচসায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের এল প্রকাশ্যে । মহুয়া গোপ বলেন, "দল টিকিট দিয়েছে বলেই এই জায়গায় এসেছে । যারা প্রকৃত দলের লোক তারা চেয়ারম্যানের বিরোধিতা করতে পারতে পারে না । কর্মাধ্যক্ষকে নিমন্ত্রণ করা হয়েছিল । তবে তাঁকে মঞ্চে ডাকতে হবে এটা কোন বাধ্যবাধকতা নেই ।"
আরও পড়ুন : Dol Utsav 2022 : গুটিয়ে লাল করে দেব, রংয়ের উৎসবে বিশেষ আকর্ষণ অনুব্রতের ‘অনুপ্রেরণা’র গেঞ্জি
এদিন ময়নাগুড়ির পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নেন অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ নেন মনোজ রায় ৷ বাকি এক নির্দল কাউন্সিলর তুহিন চৌধুরী আজ শপথ নেন আলাদা করে ।
অজিত মল্লিক বলেন, "আমাকে নিমন্ত্রণ করে মঞ্চে ডাকা হয়নি ।" আরএক তৃণমূল কংগ্রেসের সমর্থক আশিস দাস বলেন, অনন্তদেব অধিকারী চেয়ারম্যান হয়েছে তাতে ময়নাগুড়ির উন্নয়ন হবে না ।