জলপাইগুড়ি, 24 জানুয়ারি : জমি বিবাদের জেরে গুলি করে খুন যুবককে ৷ ঘটনায় ধৃত এক, পলাতক মুল অভিযুক্ত । আলিপুরদুয়ারে এক নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরের ঘটনা । মৃত যুবকের নাম বাপি পণ্ডিত (25)।
বাপি পণ্ডিত আলিপুরদুয়ার থানার অন্তর্গত পূর্ব ভোলারডাবরির বাসিন্দা । গতকাল রাতে বাপিকে নিজের বাড়িতে ডাকে ওই পাড়ার বাসিন্দা বিপ্লব বসাক ৷ পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিবাদ চলছিল ৷ অনুমান সেই সমস্যা সমাধানের নামে বাপিকে নিজের বাড়িতে ডেকেছিল বিপ্লব ৷ বাড়ির সামনে তাদের মধ্যে কথোপকথন চলাকালীন রাস্তার উপর নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি করে বাপিকে ৷ তারপরই সেখান থেকে চম্পট দেয় বিপ্লব ৷
আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, "পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের কারণেই বিপ্লব বসাক তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে বাপিকে ডেকে নিয়ে এসে গুলি করে পালিয়ে যায় । বিপ্লবের খোঁজে তল্লাশি শুরু করেছে ।" এরপরই পুলিশ সুপার দাবি করেন, "অভিযুক্ত বিপ্লব সক্রিয় BJP কর্মী । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে ।"
যদিও BJP-র জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, "অভিযুক্ত তাদের ভোটার হতে পারে ৷ কিন্তু কোনও পদে নেই । পুলিশ সুপার রাজনৈতিক নেতার মতো কথা বলছেন ।"